নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। দুপুর ১২:৫৪। ১৯ অক্টোবর, ২০২৫।

অগ্নিকাণ্ডের পর উড়োজাহাজের নিরাপদ অবতরণ

অক্টোবর ১৯, ২০২৫ ১:১০
Link Copied!

অনলাইন ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রাত ৯টা ৬ মিনিটে ফ্লাইট-কার্যক্রম পুনরায় চালু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট নিরাপদে অবতরণ করেছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

এতে বলা হয়, শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি।

এর আগে, দুপুর আড়াইটার দিকে আগুনের খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে। ফায়ার সার্ভিস সদর দপ্তর জানায়, অগ্নি নির্বাপণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।