নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। দুপুর ২:০৬। ২১ আগস্ট, ২০২৫।

“অন্য বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের জাকসু আইন নাই তাই আমাদের শূন্য থেকে শুরু করতে হচ্ছে”

আগস্ট ২০, ২০২৫ ১১:০২
Link Copied!

মুনা সুলতানা, জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত চাওয়া ছাত্রসংসদ(জকসু)। সম্প্রতি জকসু ও সম্পূরক বৃত্তির দাবিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচিও পালন করেন।

জকসু নিয়ে এক প্রশ্নের উত্তরে জবি ভিসি প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন,” অন্য বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের জকসু আইন করা নেই, তাই আমাদের শূন্য থেকে কাজ করতে হচ্ছে। আমরা এর অনেকদূর এগিয়ে গেছি যা শিক্ষার্থীরাও জানেন। এটা নিয়ে একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ”

আরও পড়ুনঃ  রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

তিনি আরো বলেন,” আমি জকসু নির্বাচন দেওয়ার পক্ষে শতভাগ আছি। জকসু আইনে যেনো শিক্ষার্থীদের মতামত প্রতিফলিত হয় তাই সরাসরি তাদের মতামত নেওয়া হয়েছে এবং সেগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে ”

আরও পড়ুনঃ  বিল থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন করলো র‌্যাব

কখন জকসু নির্বাচন হবে এমন প্রশ্নের জবাবে জবি ভিসি প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন,” এটা নিয়ে আমি সরাসরি কিছু বলতে চাই না। সময়মতো যদি আমরা পাই তাহলে পাবো প্রাতিষ্ঠানিক ভাবে সকলকে জানানো হবে।

আরও পড়ুনঃ  প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

শিক্ষার্থীরা যেনো প্রশাসনের ওপর ভরসা রাখে এবং প্রশাসনকে সাহায্য করে ভিসি কে সেই আহ্বান জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।