নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ৪:৪৮। ১৫ মে, ২০২৫।

অপরাধী চক্রের সহিসংতায় অবরুদ্ধ হাইতির রাজধানী

মার্চ ১০, ২০২৪ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের বাসিন্দারা অপরাধী চক্রের সবর্শেষ সহিসংতার জেরে তীব্র নিরাপত্তা হুমকিতে রয়েছে।

এদিকে সশস্ত্র হামলাকরীরা প্রেসিডেন্ট প্রাসাদ ও পুলিশ সদরদপ্তরকে লক্ষ্যবস্তু করার পর জাতিসংঘ গ্রুপ পোর্ট-অ-প্রিন্সের পরিস্থিতি নিয়ে সতর্ক করে বলেছে, এটি এক অবরুদ্ধ নগরী।
ইতোমধ্যে সশস্ত্র গ্রুপগুলো দেশের বিভিন্ন অংশের সাথে সংযোগকারী সড়ক এবং রাজধানীর অধিকাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। পশ্চিম গোলার্ধের সবচেয়ে দরিদ্র দেশ হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরিকে তারা উৎখাত করতে চাচ্ছে। এ লক্ষ্যে তারা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্যাপক বিপর্যয় সৃষ্টি করে চলেছে।
এ কারণে শনিবার কিছু বাসিন্দা নিরাপদ আশ্রয়ের জন্যে সরকারি ভবনগুলোর দিকে ছুটে যায় এবং একটি ভবনের ফটক ভেঙে ভেতরে ঢুকতেও সফল হয়।

আরও পড়ুনঃ  চীনা যুদ্ধবিমানে রাফাল কুপোকাত, প্রযুক্তি ও মিসাইলে নজর কাড়ছে চীন

শহরের এ অস্থিতিশীল পরিস্থিতির কারণে তিন লাখ ৬২ হাজার হাইতিয়ান আভ্যন্তীরণভাবে বাস্তুচ্যুত হয়েছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশান (আইওএম) এক বিবৃতিতে এ কথা বলেছে।

আরও পড়ুনঃ  গাজায় ইসরাইলি হামলায় নিহত অন্তত ২৯

আইওএমের প্রধান ফিলিপ ব্রেনচাট বলেছেন, হাইতিয়ানরা স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। তারা অবরুদ্ধ। তাদের যাওয়ার কোন জায়গা নেই। প্রতিদিন প্রতিমুহুর্তে পরিস্থিতি খারাপ হচ্ছে। তারা আশংকা ও ভয় নিয়ে বাস করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।