নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। দুপুর ১:১৫। ২ জুলাই, ২০২৫।

অপরাধে জড়িয়ে বরিশালে শাস্তি পেলেন ৪১২ পুলিশ সদস্য

ডিসেম্বর ২৪, ২০২৪ ৮:০১
Link Copied!

অনলাইন ডেস্ক : নৈতিক স্খলন, দুর্নীতি, মাদক সংশ্লিষ্টতা, নির্যাতনসহ নানা অভিযোগ প্রমাণিত হওয়ায় বরিশাল জেলা ও মেট্রোপলিটন পুলিশের ৪১২ জন সদস্যকে শাস্তি প্রদান করা হয়েছে। শাস্তিপ্রাপ্তদের মধ্যে ১৯৩ জন পুলিশের সাব-ইন্সপেক্টর এবং ১০১ জন কনস্টেবল রয়েছেন।

গত দুই বছরে নানা অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হয় বলে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন। শাস্তিপ্রাপ্তদের মধ্যে ১৭৩ জন মেট্রোপলিটন পুলিশের এবং ২৩৯ জন জেলা পুলিশের সদস্য।

আরও পড়ুনঃ  নাটোরে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সেমিনার

পুলিশকে নতুন করে ঢেলে সাজানোর উদ্দেশ্যে বিভাগীয় শাস্তি প্রদানের এই পদক্ষেপ চলমান থাকবে। আইন অমান্য করে কোনো পুলিশ সদস্য দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  গোরখোদক মনু মিয়ার মৃত্যুতে নেটজুড়ে শোক

বরিশাল পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, অপরাধ প্রমাণিত হওয়ায় আইনানুযায়ী জড়িতদের শাস্তি দেওয়া হচ্ছে। পুলিশ বাহিনীতে জবাবদিহিতা ও শৃঙ্খলা নিশ্চিতে এই কার্যক্রম চলমান থাকবে।

বরিশাল নগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে অপরাধ প্রমাণিত হলে বা সম্ভাবনা থাকলে ওই বিষয়ে বিভাগীয় মামলা দায়ের হয়। মামলার অভিযোগ মিথ্যা প্রমাণিত করতে পারলে অভিযুক্ত পুলিশ সদস্য খালাস পাবেন। নয়তো তাকে আইনানুযায়ী দণ্ড ভোগ করতে হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।