নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। দুপুর ১২:২১। ৩১ আগস্ট, ২০২৫।

অপু বিশ্বাস কেন আদালতে বোরকা পরে গেলেন

জুলাই ১৪, ২০২৫ ১১:১২
Link Copied!

অনলাইন ডেস্ক : হত্যাচেষ্টার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস। গত রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। এদিন মুখে মাস্ক ও গায়ে বোরকা পরে আদালতে হাজির হন এই চিত্রনায়িকা।

আরও পড়ুনঃ  আফগানিস্তানে ফের ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ২৫

এক পর্যায়ে সাংবাদিকদের মুখোমুখি হলে বোরকা পরা প্রসঙ্গে অপু বিশ্বাস জানান, আদালতে কোনো তারকা উপস্থিত হলে বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়। এমন পরিস্থিতি এড়াতেই বোরকা পরে আদালতে যান নায়িকা।

আরও পড়ুনঃ  বাবার সামনে এক ভাইয়ের চোখ তুলে নিল অন্য দুই ভাই

তার কথায়, ‘আদালত চত্বরে মানুষের ভিড় লেগেই থাকে। সেখানে কোনো তারকা উপস্থিত হলে কৌতূহলী মানুষের ভিড় আরও বেড়ে যায়। এতে অনেক সময় বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়।’

অপু বিশ্বাস আরও জানান, শুরুর দিকে কেউ তাকে চিনতে পারেননি। তবে কিছুক্ষণ পর চিনলেও ততক্ষণে তার প্রয়োজনীয় কাজ শেষ হয়ে যায়।

আরও পড়ুনঃ  ভাঙ্গা উপজেলা বিএনপির ২৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

অপু বিশ্বাস আরও জানান, শুধু আদালতেই নয়, প্রয়োজন হলে বাসার বাইরে যাওয়ার সময়ও আশপাশের পরিস্থিতি বিবেচনা করে তিনি প্রায়ই বোরকা পরেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।