নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। ভোর ৫:১৩। ৭ জুলাই, ২০২৫।

অবকাশ যাপনে কোথায় গেছেন শবনম ফারিয়া?

জুলাই ৬, ২০২৫ ৫:৪৫
Link Copied!

অনলাইন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বর্তমানে অবকাশ যাপন করছেন শ্রীলঙ্কায়। তিনি সেখানকার মনোরম কোকোনাট হিল, মিরিসা-তে ছুটি কাটাচ্ছেন। নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একাধিক ছবি পোস্ট করেছেন।

শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, সমুদ্রের পাড়ে মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দী হয়েছেন ফারিয়া। কালো পোশাক আর কাঁধে ঝোলানো ছোট ব্যাগে তাকে দারুণ মানিয়েছে।

আরও পড়ুনঃ  প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত স্ট্যাটাস: সেই সহকারী কমিশনার চাকরিচ্যুত

তার রূপের প্রশংসায় কমেন্ট বক্স ভরে উঠেছে। একজন অনুরাগী লিখেছেন, ‘আমার পছন্দের অভিনেত্রী, আপনি এখন নাটক করেন না কেন?’ আরেকজনের ভাষ্য, ‘সুন্দর জায়গায় সুন্দর মেয়ে।’

কোকোনাট হিলের প্রাকৃতিক সৌন্দর্য ফারিয়াকে মুগ্ধ করেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘একটা স্বপ্নের জায়গা “কোকোনাট হিল, মিরিসা” যেখানে আকাশ সোনালি আভায় জ্বলে উঠে, নারকেল গাছেরা বাতাসে গোপন কথা বলে, আর সূর্য ধীরে ধীরে হারিয়ে যায় সেই অসীম নীলের মাঝে।’

আরও পড়ুনঃ  আবারও ‌‘শাপলা প্রতীক’ নিয়ে সিইসির কাছে নাগরিক ঐক্য

এই ভ্রমণকে ফারিয়া তার স্বপ্ন পূরণের অংশ হিসেবে উল্লেখ করেছেন। তিনি আরও লেখেন, ‘আরেকটা স্বপ্ন পূরণ হলো, তালিকা থেকে মুছে ফেলেছি ঠিকই কিন্তু হৃদয়ে গেঁথে রইল চিরদিনের মতো।’

উল্লেখ্য, শবনম ফারিয়া টেলিভিশন বিজ্ঞাপনে কাজের মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করেন। ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকে অভিনয়ের মাধ্যমে তার অভিষেক হয়। এরপর তিনি দর্শকদের উপহার দিয়েছেন বহু জনপ্রিয় নাটক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।