মনির হোসেন বেনাপোল প্রতিনিধি : যশোরে প্রকাশ্যে স্ত্রীর জন্য দুই স্বামীর টানাহেঁচড়া ও মারামারির ঘটনায় আটক দুইজনের অবশেষে জামিন মঞ্জুর করেছে আদালত।
বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল জামিন আবেদনের শুনানি শেষে তাদেরকে জামিন প্রদান করেন।
গত মঙ্গলবার, যশোর কোতোয়ালি থানায় নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। জানা গেছে, ফরিদপুরের কানাইপুরের বাসিন্দা বিকাশ অধিকারী স্ত্রী সীমার সঙ্গে ৩৬ বছর সংসার করেছেন, তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। কিন্তু সম্প্রতি সীমা ফরিদপুর সদরের পলাশ কুন্ডুর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে ভারতে গিয়ে বিয়ে করেন।
মঙ্গলবার, যশোরের একটি হোটেল থেকে পুলিশ সীমা ও তার দুই স্বামী বিকাশ এবং পলাশকে কোতোয়ালি থানায় নিয়ে আসে। থানায় তাদের উপস্থিতি নিয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়, যার পর দুই স্বামী বিকাশ অধিকারী ও পলাশ কুন্ডু একে অপরকে মারধর শুরু করেন। তাদের মধ্যে হাতাহাতি থেকে মারামারি পর্যন্ত ঘটনা ঘটে।
ভুক্তভোগীর প্রতিক্রিয়া:
সীমা, যিনি এই ঘটনাকে কেন্দ্র করে আছেন, বলেন, “এটা ছিল আমার জীবনের এক অপ্রত্যাশিত অধ্যায়। আমি দুটি সম্পর্কের মধ্যে ফেঁসে গেছি, কিন্তু আমার সিদ্ধান্তই সঠিক ছিল। এখন, আমি মুক্তি চাই।”
এক প্রতিবেশী মোহন চৌধুরী জানালেন, “এই ঘটনা আমাদের পুরো ফরিদপুরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কেউই ভাবেনি যে, এমন পরিস্থিতি তৈরি হবে।”
পুলিশ প্রথমে বিকাশ ও পলাশকে ১৫১ ধারায় আটক করে আদালতে সোপর্দ করে, যেখানে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বুধবার পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করার পর আদালত তাদের জামিন মঞ্জুর করেন।#