নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ১২:০৮। ১৫ জুন, ২০২৫।

অভ্যুত্থানের পর ‘হতাশ’ বাঁধন

জুন ১০, ২০২৫ ৬:০৭
Link Copied!

অনলাইন ডেস্ক : জুলাই আন্দোলনে ব্যাপক সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছাত্র-জনতার পক্ষে রাস্তায় নেমেছিলেন; অনড় ছিলেন তৎকালীন সরকার পতনের দাবিতে।

কিন্তু অভিনেত্রী বাঁধন মনে করেন, জুলাই আন্দোলন কিংবা অভ্যুত্থানের ১০ মাস পার হয়ে গেলেও দেশের খুব একটা পরিবর্তন হয়নি। শুধু তাই নয়, পেশাগত জীবনে নানা ক্ষতির মুখে পড়েছেন বলেও দাবি অভিনেত্রীর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হাজির হন বাঁধন। সেখানে হতাশার ছাপ রেখে অভিনেত্রী বলেন, ‘গণ-অভ্যুত্থানের আগে তার তিনটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিল, যার মধ্যে একটি ফিল্মের সাইনিং হওয়ার কথা ছিল ২৫ জুলাই, এবং আরেকটির শুটিং শুরু হওয়ার কথা ছিল গত বছরের ৩০ আগস্ট থেকে। কিন্তু সংশ্লিষ্ট দুইজন প্রযোজক এখন নানা সমস্যায় থাকায় তারা আর কাজটি করতে আগ্রহী নন। এসব প্রযোজক আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং সেই রাজনৈতিক যোগসূত্রের কারণেই তারা এখন পিছিয়ে এসেছেন।’

আরও পড়ুনঃ  পুলিশের কেউ মামলা বাণিজ্যে জড়ালে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

এছাড়াও জুলাই অভ্যুত্থানের পর শিল্পীদের প্রতি বিদ্বেষ, হেনস্তা ও মিথ্যা মামলার প্রবণতা বেড়েছে বলেও দাবি করেন বাঁধন। অভিনেত্রী বলেন, ‘আমার একজন কো-আর্টিস্টকে গ্রেপ্তার করা হয়েছে। একটা মিথ্যা মামলার আসামি করা হয়েছে তাকে। আমার সঙ্গে হয়েছে, আমার আশপাশের মানুষের সঙ্গে হয়েছে।’

আরও পড়ুনঃ  করোনায় দেশে ২ জনের মৃত্যু, শনাক্ত আরও ১৫

বাঁধন বলেন, ‘আমার এক্সপেক্টেশনও অনেক হাই ছিল এই সরকারের কাছ থেকে। কিন্তু সিস্টেমটা তো আসলে আগেরটাই রয়ে গেছে। আমি কোনো কিছুর পরিবর্তন দেখছি না।’

আরও পড়ুনঃ  নিজের প্রেমেই হাবুডুবু খাচ্ছেন তামান্না!

উল্লেখ্য, এই ঈদে মুক্তি পেয়েছে আজমেরী হক বাঁধন অভিনীত থ্রিলারধর্মী সিনেমা ‘এশা মার্ডার : কর্মফল’। নারীপ্রধান এই গল্পে এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। সানী সানোয়ারের পরিচালনায় সিনেমাটিতে আরো অভিনয় করেছেন পূজা এগনেস ক্রুজ, ফারুক আহমেদ, শরীফ সিরাজ, শতাব্দী ওয়াদুদসহ একাধিক তারকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।