নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ২:৩৬। ১৫ সেপ্টেম্বর, ২০২৫।

আইনি বিপাকে উর্বশী-মিমি

সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৯:৩৪
Link Copied!

অনলাইন ডেস্ক : অনলাইনে অবৈধ বেটিং অ্যাপের প্রচারে আর্থিক লেনদেন ঘিরে শুরু হওয়া তদন্তে নাম জড়ালো বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা ও টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, উর্বশীকে আগামী ১৬ সেপ্টেম্বর দিল্লির ইডি হেডকোয়ার্টারে হাজিরা দেওয়ার নোটিশ পাঠানো হয়েছে। অন্যদিকে মিমি চক্রবর্তীকে একই মামলায় ১৫ সেপ্টেম্বর তলব করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাঘায় খড়ি বোঝাই ভুটভটির চাকার নীচে পড়ে গুরুতর আহত এক সেনাসদস্য

ইডি জানিয়েছে, বেটিং অ্যাপের মাধ্যমে অর্থ পাচারের সন্দেহে তদন্ত চলছে। এই অ্যাপের সঙ্গে যুক্ত একাধিক উচ্চপ্রোফাইল ব্যক্তিত্বকে ইতোমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তালিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা সুরেশ রায়না ও শিখর ধাওয়ানও।

আরও পড়ুনঃ  জাকসু নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন বিএনপিপন্থি তিন শিক্ষক

তদন্তকারীদের মতে, বেটিং অ্যাপের প্রচার এবং সম্ভাব্য আর্থিক লেনদেনে সেলিব্রেটিদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই কারণেই উর্বশী রাউতেলা ও মিমি চক্রবর্তীকে হাজির হতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  ভারত-পাকিস্তান ম্যাচে থাকছেন বাংলাদেশের একজন

প্রথমে এই ঘটনায় জড়িয়ে পড়েন টলি অভিনেতা অঙ্কুশ হাজরাও। বেআইনি বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকায় আইনি জটিলতায় জড়িয়েছেন অঙ্কুশ। এর আগেও একাধিক তারকার নাম জড়িয়েছিল অবৈধ বেটিং অ্যাপের প্রচারের জন্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।