নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ২:৪৬। ৮ সেপ্টেম্বর, ২০২৫।

আইপিএলের আগে দর্শকদের বড় দুঃসংবাদ দিলো বিসিসিআই

সেপ্টেম্বর ৪, ২০২৫ ৬:০৬
Link Copied!

অনলাইন ডেস্ক : বর্তমান বিশ্ব ক্রিকেটে সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্টগুলোর একটি আইপিএল। কারো কারো কাছে আইপিএলের আবেদন আর আকর্ষণই সবচেয়ে বেশি। প্রতি ম্যাচে যেখানে খরচ হয় বিপুল পরিমাণ অর্থ। আইপিএলে বিরাট কোহলি, শুভমান গিল, রোহিত শর্মাদের খেলা দেখতে মুখিয়ে থাকেন দর্শকরা। টুর্নামেন্টটির আগামী আসরের আগে দর্শকদের দুঃসংবাদ দিয়েছে কর্তৃপক্ষ। এখন থেকে ম্যাচ দেখতে গেলে আরও বেশি অর্থ খরচ করতে হবে তাদের।

বুধবার জিএসটির নতুন কাঠামো ঘোষণা করেছে ভারতের সরকার। আর সেই নিয়ম মানতে গিয়েই বাড়ছে আইপিএলের টিকিটের দাম। আগে আইপিএলের টিকিট কিনতে গেলে ২৮ শতাংশ জিএসটি দিতে হতো। এখন থেকে দিতে হবে ৪০ শতাংশ। অর্থাৎ জিএসটি কাঠামোর সর্বোচ্চ ধাপে রাখা হয়েছে আইপিএলের টিকিটকে। কেন্দ্রীয় সরকার আইপিএলের ম্যাচকে ব্যয়বহুল বিনোদন হিসাবেই দেখছে। তাই সবচেয়ে বেশি কর দিতে হবে।

আরও পড়ুনঃ  আফগানিস্তানে ফের ভূমিকম্প, ক্ষয়ক্ষতি-মৃত্যু আরও বাড়ার শঙ্কা

তাহলে আইপিএলের টিকিটের মূল্য কত টাকা বাড়বে? ধরা যাক আইপিএলের কোনো ম্যাচের টিকিটের দাম ১০০০ টাকা। আগে করসহ দিতে হত ১২৮০ টাকা। এখন থেকে সেটাই ১৪০০ টাকা হয়ে যাচ্ছে। একইভাবে ৬৪০ টাকার টিকিটের দাম বেড়ে হচ্ছে ৭০০ টাকা। ২০০০ টাকার টিকিটের দাম ২৫৬০-এর বদলে হচ্ছে ২৮০০ টাকা। এর বাইরে স্টেডিয়াম ফি এবং অনলাইন বুকিং বাবদ খরচও রয়েছে।

আরও পড়ুনঃ  স্বামীর চেয়ে ১০ বছরের বড় অভিনেত্রী, ভেঙে যায় ৮ বছরের সংসার

সবমিলিয়ে বলা যায় নতুন এই সিদ্ধান্তে এক লাফে কয়েকশো টাকা অতিরিক্ত খরচ হবে দর্শকদের। অবশ্য চমক রয়েছে অন্য জায়গায়। আইপিএলের টিকিটের দাম বাড়লেও সাধারণ কোনো ক্রিকেট ম্যাচের টিকিটে ১৮ শতাংশই জিএসটি নেওয়া হবে। অর্থাৎ এক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। শুধু আইপিএলের মতো ‘প্রিমিয়াম’ খেলাধুলোর ক্ষেত্রে বর্ধিত হারে কর দিতে হবে।

আরও পড়ুনঃ  ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর কোনো শক্তি পৃথিবীতে নেই : শফিকুল আলম

বিনোদনের মধ্যে রয়েছে সিনেমাও। তবে সিনেমার টিকিটের দাম কমছে। আগে সিনেমার টিকিটের দামের সঙ্গে ১২ শতাংশ কর দিতে হত। এখন থেকে সেটা কমে হয়েছে পাঁচ শতাংশ। তবে ১০০ টাকা বা তার নিচের দামের ক্ষেত্রে এই কর প্রযোজ্য। টিকিটের দাম ১০০ টাকার বেশি হলে ১৮ শতাংশ কর দিতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।