নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। বিকাল ৫:১৬। ১০ মে, ২০২৫।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে ভাঙ্গায় এক্সপ্রেসওয়ে অবরোধ

মে ১০, ২০২৫ ৯:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে এক্সপ্রেসওয়ের ঢাকামুখি সড়ক অবরোধ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর ও ভাঙ্গার নেতৃবৃন্দ। এ সময় আওয়ামী লীগ ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মকান্ড নিষিদ্ধ ঘোষণার দাবীতে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। শুক্রবার ভাঙ্গা টোলপ্লাজা সংলগ্ন ব্রীজের উপরে দিবাগত রাত সাড়ে ১২ টা থেকে এ কার্যক্রম শুরু করেন তারা। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সরেজমিনে জানা যায়- বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে শুক্রবার সকালে ঢাকায় কর্মসূচি চলছিল। এ কর্মসূচিকে তরান্বিত ও বেগবান করার লক্ষে রাত সাড়ে ১২ টার পরে দক্ষিণ বঙ্গ থেকে ঢাকায় যাতায়াতের পথ অবরোধ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর ও ভাঙ্গার নেতৃবৃন্দ। এ সময় তারা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় অবস্থান নেন।
এ বিষয়ে ফরিদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আশরাফ বলেন- আওয়ামী লীগের নিষিদ্ধের দাবীতে আমরা এখানে অবস্থান করছি। যেই পর্যন্ত আমাদের দাবী না মেনে নেওয়া হবে, সেই পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।