নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। বিকাল ৪:৩৭। ২৯ সেপ্টেম্বর, ২০২৫।

আখতারকে ডিম ছোড়া মিজান জামিনে মুক্ত

সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১:৪৪
Link Copied!

অনলাইন ডেস্ক : নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপ করা যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান জামিনে মুক্তি পেয়েছেন।

নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় তিনি জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে নিউইয়র্ক পুলিশ কোনো চার্জ ফাইল করেনি।

২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আরও পড়ুনঃ  ছাগল চোরের হেদায়েত চেয়ে মিলাদ ও দোয়া মাহফিল

বিমানবন্দর থেকে বের হওয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির; এনসিপি সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের কর্মীরা।

আরও পড়ুনঃ  সেপ্টেম্বরের ২৪ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২২৩ কোটি ডলার

প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং কয়েকজন বিএনপির কর্মী তাদের নিরাপত্তা দিয়ে বের করার চেষ্টা করেন। এ সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন যুবলীগ নেতা মিজান। একই সঙ্গে তাসনিম জারাকেও অশালীন ভাষায় গালাগাল করেন সেখানে উপস্থিত অন্য আওয়ামী লীগ কর্মীরা। পরে পুলিশের সহযোগিতায় গাড়িযোগে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন তারা।

আরও পড়ুনঃ  লতা মঙ্গেশকর: বাংলাদেশের প্রতি ছিল যার বিশেষ টান

পরে সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে নিউইয়র্ক পুলিশ মিজানকে গ্রেপ্তার করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।