নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। বিকাল ৪:১৪। ১২ অক্টোবর, ২০২৫।

‘আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন ১ কোটি ৩০ লাখ প্রবাসী’

অক্টোবর ৮, ২০২৫ ১০:৫৯
Link Copied!

অনলাইন ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১ কোটি ৩০ লাখ প্রবাসী ভোটাধিধকার প্রয়োগ করতে পারবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।

আরও পড়ুনঃ  ২৩ কমিটির দায়িত্বে ২৩ পরিচালক, কোথাও নেই ফারুক

ফয়েজ আহমদ বলেন, আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের জন্য নিরাপদ পোস্টাল ব্যালট সেবা চালু করতে যাচ্ছে ডাক বিভাগ। এর মাধ্যমে ১ কোটি ৩০ লাখ প্রবাসী বাংলাদেশি আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন।

আরও পড়ুনঃ  শিশু সুরক্ষা

ডাক বিভাগকে আরো কার্যকর করতে সরকার ডাক আইন সংশোধন করার উদ্যোগ নিচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।

তিনি বলেন, ই-ভ্যালি, ই-অরেঞ্জর মতো আর কোনো ই-কমার্স প্রতিষ্ঠান যাতে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতে না পারে, সেজন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  সব উপদেষ্টাই তো বিদেশি নাগরিক: রুমিন ফারহানা

চলতি মাসেই সেন্ট্রাল লজিস্টিক ট্র্যাকিং প্ল্যাটফর্ম চালু হচ্ছে জানিয়ে তৈয়্যব বলেন, এই সেন্ট্রাল লজিস্টিক হাব চালু হলে ই-ভ্যালি, ই-অরেঞ্জর মতো ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণা বন্ধ হবে।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।