আত্রাই (নওগাঁ) প্রতনিধিি : “মানুষ মানুষেরই জন্য” এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে শীর্তাথদরে মাঝে নিজস্ব অর্থায়নে কম্বল বতিরণ করেছেন উপজলোর পাঁচুপুর ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আফছার আলী প্রামানকি। শুক্রবার সকালে সাহবেগঞ্জ বাজার এলাকায় উপজলোর গরীব, দুস্থ , অসহায় শীর্তাতদরে মাঝে শীতবস্ত্র হিসাবে এ সময় ৫০০ জন শীর্তাতদরে মাঝে কম্বল বতিরণ করনে তিনি।
এ সময় উপস্থতি ছলিনে, উপজলো পল্লী বদ্যিুৎ সমতিরি পরিচালক খাদেমুল ইসলাম মুকুল, ইউনিয়ন আওয়ামী লীগরে সভাপতি আবু হাসান, আব্দুর রশিদ প্রামানিক. রফিকুল ইসলাম সহ আওয়ামী লীগরে নোতার্কমীরা উপস্থতি ছিলেন। ভবষ্যিতে এর ধারাবাহকিতা অব্যাহত রাখবে বলে তিনি আশা ব্যক্ত করনে।