অনলাইন ডেস্ক : রাইজিং স্টার এশিয়া কাপে হংকংকে উড়িয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। এবার আফগানিস্তানের ব্যাটাররাও পাত্তা পেলেন না বাংলাদেশি বোলারদের সামনে। রিপন মন্ডল-রকিবুল হাসানদের সামনে দাঁড়াতেই পারেনি আফগানরা। সবমিলিয়ে ৭৮ রান করে অল আউট হয়েছে আফগানিস্তান।
দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৭৮ রানে আফগানিস্তান ‘এ’ দল। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন রকিবুল ও রিপন।
ইনিংসের শুরু থেকেই বেশ ধুঁকেছে আফগানিস্তান। তৃতীয় বলেই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন রিপন। ৩ বলে ৪ রান করা ইমরানকে ফেরান তিনি। নিজের পরের ওভারে ফিরে আরো দুই উইকেট শিকার করেছেন এই পেসার। এবার তার শিকার সেদিকুল্লাহ অটল ও নুরুল ইসলাম।
১৬ রানে ৩ উইকেট হারানো আফগানিস্তান আর ঘুরে দাঁড়াতে পারেনি। মিডল অর্ডারে দারউইস রাসুলি ও ইজাজ আহমেদ উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। উল্টো তাদের ধীরগতির ইনিংস দলকে ভুগিয়েছে। ২৮ বলে ২৭ রান করেছেন রাসুলি। আর ইজাজের ব্যাট থেকে এসেছে ২৬ বলে ১২ রান।
শেষ দিকে কায়েস আহমেদ ১২ রান করেছেন। এই তিন ব্যাটার ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।
বাংলাদেশের হয়ে ৭ রানে ৩ উইকেট নিয়েছেন রকিবুল। আর রিপন ১০ রানে পেয়েছেন ৩ উইকেট। এ ছাড়া ২টি উইকেট পেয়েছেন এসএম মেহেরাব।

