নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। দুপুর ২:১৬। ১২ অক্টোবর, ২০২৫।

‘আমাদের সক্ষমতা আছে, ইতিহাস গড়তে পারি’

অক্টোবর ৮, ২০২৫ ৯:০৯
Link Copied!

অনলাইন ডেস্ক : হামজা চৌধুরি-সামিত সোম আসার পর বাংলাদেশ দলের শক্তি বেড়েছে। তারা আসার পরই ৪৫ বছর পর আবার এশিয়া কাপ খেলার স্বপ্ন জেগেছে বাংলাদেশের। আগামীকাল এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচটি অনেকটা ডু অর ডাই। এই ম্যাচে হারলে এশিয়া কাপে খেলার স্বপ্ন অনেকটাই ধূলিৎসাত হবে। তবে আজ ম্যাচ পূর্ববর্তী সম্মেলনে বাংলাদেশের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও অধিনায়ক জামাল ভূইয়া দুইজনই আশা দেখিয়েছেন।

কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘আমরা জানি আমাদের সক্ষমতা আছে, ইতিহাস গড়তে পারি। স্কোয়াডের গুণগত মান নিয়ে আমি সব সময়ই সন্তুষ্ট। তবে সাম্প্রতিক কিছু নতুন সংযোজন আমাদের দলকে আরও শক্তিশালী করেছে।’ তিনি আরো যোগ করেন, ‘শুরু থেকেই আমরা বলেছি গ্রুপের চারটি দলই সমমানের। যদিও তাদের খেলার ধরণ বা স্টাইল ভিন্ন, কিন্তু সামগ্রিক মান খুব কাছাকাছি। হংকং দল সিঙ্গাপুরের মতোই শক্তিশালী। এটা ফলাফলেও দেখা গেছে।’

আরও পড়ুনঃ  রাজশাহী ও গোদাগাড়ীর বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ দলকে প্রস্তত বলছেন কোচ হ্যাভিয়ের, ‘প্রস্তুতি খুব ভালো হয়েছে। আপনারা জানেন, আমরা প্রায় দশদিন, একটু বেশি সময় ধরে কঠোর অনুশীলন করছি। একটি বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হচ্ছি।’ অধিনায়ক জামাল ভূইয়াও কোচের সঙ্গে একই সুরে বলেন, ‘প্রস্তুতি ভালো হয়েছে। গত কয়েক দিনে আমরা হংকং দল নিয়ে বিশ্লেষণ করেছি। তাদের শক্তি, দুর্বলতা সবকিছু নিয়ে কাজ করেছি।’

হংকং দলে একাধিক ন্যাচারালাইজড ফুটবলার রয়েছেন। যাদের কেউ ব্রাজিল আবার কেউ ইউরোপের অরিজিন। তবে এ নিয়ে চিন্তিত নন বাংলাদেশের কোচ, ‘ন্যাচারালাইজড খেলোয়াড়দের নিয়ে খুব বেশি ভাবার কিছু নেই। আমাদের প্রতিপক্ষ পুরো দল, নির্দিষ্ট কিছু খেলোয়াড় নয়। তাই আমরা হংকং দলকেই প্রস্তুতির কেন্দ্রবিন্দুতে রেখেছি।’

আরও পড়ুনঃ  ফরিদপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড

তিন বছরের বেশি সময় ক্যাবরেরা বাংলাদেশ দলের কোচ। সাফের সেমিফাইনাল ছাড়া কার্যত তেমন সাফল্য নেই তার। হংকং ম্যাচের উপর বাংলাদেশে এশিয়া কাপ খেলার সম্ভাবনা নির্ভর করছে। স্বাভাবিকভাবেই কালকের ম্যাচটি বেশ চাপ তার জন্য। এ নিয়ে তার মন্তব্য, ‘চ্যালেঞ্জিং তো বটেই। শুধু আগামীকালই নয় এরপর হংকং অ্যাওয়ে ম্যাচ, আবার এক মাস পর ভারতের সঙ্গে হোম ম্যাচ। এই পুরো সময়টাই গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার বাইরের দলগুলোর সঙ্গে লড়াই করে। শেষ পর্যন্ত পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে না। এ নিয়ে কোচের মতামত, ‘এই মুহূর্তে একটি জয় দক্ষিণ এশিয়ার বাইরে প্রতিপক্ষের বিপক্ষে দলকে অনেক আত্মবিশ্বাস দেবে। আমাদের শুধু লেগে থাকতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে, নিজের পথ থেকে না সরে তবেই ফল আসবে।’

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে মিডিয়াকর্মীদের নিয়ে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

এশিয়ান কাপ বাছাইয়ে দুই ম্যাচ শেষে সিঙ্গাপুর ও হংকং উভয়ের ৪ পয়েন্ট। ভারত ও বাংলাদেশের পয়েন্ট সমান ১। আগামীকাল হংকংয়ের বিপক্ষে হারলে শীর্ষ স্থানের সঙ্গে পয়েন্ট ব্যবধান দাঁড়াবে ৬। বাকি তিন ম্যাচে এই ৬ পয়েন্টের ব্যবধান ঘুচানো কঠিন। কারণ চার দলের এই গ্রুপে একমাত্র গ্রুপ চ্যাম্পিয়নই এশিয়া কাপে খেলবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।