নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। সকাল ৮:১৭। ৮ আগস্ট, ২০২৫।

আমেরিকান পণ্যে ৫০% শুল্ক বসানো উচিত : শশী থারুর

আগস্ট ৮, ২০২৫ ১২:৪১
Link Copied!

অনলাইন ডেস্ক : ভারতীয় পণ্যে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের মার্কিন সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা শশী থারুর। তিনি বলেন, ভারতের উচিত যুক্তরাষ্ট্রকে ভয় না পেয়ে তাদের পণ্যের ওপর পাল্টা ৫০ শতাংশ শুল্ক বসানো।

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে থারুর বলেন, ‘‘আমরা বর্তমানে আমেরিকান পণ্যের ওপর ১৭ শতাংশ শুল্ক বসিয়েছি। কিন্তু কেন ১৭ শতাংশেই থেমে থাকব? আমাদেরও উচিত ৫০ শতাংশ শুল্ক বসানো। আমেরিকা যদি আমাদের সম্পর্ককে গুরুত্ব না দেয়, তাহলে আমাদেরও তাদের গুরুত্ব দেওয়ার দরকার নেই।’’

আরও পড়ুনঃ  পুঠিয়া সাংবাদিক সমাজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের জন্ম দিনে ব্যতিক্রমী উদ্দ্যোগ

তিনি আরও বলেন, ‘‘আমাদের সঙ্গে আমেরিকার বাণিজ্য ৯০ বিলিয়ন ডলারের। যদি যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ শুল্ক আরোপ করে, তাহলে আমদানিকারকরা কেন ভারত থেকে পণ্য কিনবে? এটিই বাস্তবতা। আমরা যদি পাল্টা পদক্ষেপ না নিই, তাহলে অন্য কোনো দেশও এমন হুমকি দিতে দ্বিধা করবে না।’’

আরও পড়ুনঃ  সোমবার থেকে দেশের ৪ বিভাগে বৃষ্টি বাড়তে পারে

থারুর জোর দিয়ে বলেন, ভারতের উচিত নিজের অবস্থান সুস্পষ্ট করে জানানো যে, সম্পর্ক শুধু একতরফা নয়। যদি আমেরিকা ভারতের কূটনৈতিক ও অর্থনৈতিক গুরুত্বকে মূল্য না দেয়, তবে তাদের জন্যও ভারতের নীতিগত অবস্থান কঠোর হওয়া উচিত।

যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপকে ‘অযৌক্তিক ও হুমকিস্বরূপ’ আখ্যা দিয়ে থারুর বলেন, আন্তর্জাতিক সম্পর্ক পারস্পরিক সম্মান ও ভারসাম্যের ভিত্তিতে গড়ে উঠতে হয়। শুধু নিজের স্বার্থ চাপিয়ে দেওয়ার চেষ্টা মেনে নেওয়া যায় না।

আরও পড়ুনঃ  গণতন্ত্র উত্তরণের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল

এই উত্তেজনার প্রেক্ষাপটে বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন, ভারতের সম্ভাব্য পাল্টা পদক্ষেপ ভবিষ্যতের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর বড় প্রভাব ফেলতে পারে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।