নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ১২:২১। ১৪ মে, ২০২৫।

আরএমপি’র উদ্যোগে অগ্নি-নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

মার্চ ১৩, ২০২৪ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনস্‌সহ বিভিন্ন থানায় আরএমপি’র উদ্যোগে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও অগ্নি-নির্বাপণের বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য অগ্নি-নির্বাপণ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।

আজ ১৩ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনস্‌সহ আরএমপি’র চন্দ্রিমা, মতিহার, বেলপুকুর, শাহমখদুম ও দামকুড়া থানা কম্পাউন্ডে এ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  প্রেমিকার অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় নর্থ বেঙ্গল সুগার মিলের সিআইসি গ্রেপ্তার

এ মহড়ায় কৃত্রিম অগ্নিকাণ্ডের পরিস্থিতি সৃষ্টি করা হয়। মহড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে অগ্নি-নির্বাপণ যন্ত্র ও পানিবাহি গাড়ির সাহায্যে কিভাবে আগুন নেভাতে হয়, বহুতল ভবনে আটকে পরা লোকজনদের স্ট্রেচার ও রশির সাহায্যে উদ্ধারসহ কিভাবে জীবন বাঁচানো যায় ও আহত ব্যক্তিদের কিভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করে দ্রুত হাসপাতালে প্রেরণ করা হয় তা প্রর্দশন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আরও পড়ুনঃ  বাগমারায় সরকারি রাস্তার দুই পাশের নিম গাছ মরে সয়লাব; দেখার যেন কেউ নেই

এছাড়াও যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা এ জনসচেতনতামূলক মহড়ার আয়োজন করে। উক্ত মহড়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করতেন না বলেই আ.লীগের পতন: আব্দুস সালাম

এসময় আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।