স্টাফ রিপোর্টার : জনসচেতনাতায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। পুরিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের প্রচারণায় শাহমখদুম থানা ও পবা থানা এলাকায় রোববার (১৫ নভেম্বর) বেলা ১১ টায় মাস্ক বিতরণ করা হয়। আরএমপির ১২ টি থানায় জনগণকে সচেতন করার লক্ষে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ অব্যহত রয়েছে।‘নো মাস্ক নো সার্ভিস’ এ প্রত্যয়কে সামনে রেখে গতকাল শাহমখদুম থানাধীন নওদাপাড়া ও পবা থানার নওহাটা বাজার এলাকায় মাস্ক ব্যবহারে উদ্ভুদ্ধ করে।
এ সময় পুলিশ কমিশনার জানান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কোন অফিসে মাস্ক বিহীন কাউকে সেবা প্রদান করা হবে না। কেউ আইন অমান্য করলে তাকে পূনঃউদ্ভুদ্ধ করণ এবং পরবর্তীতে কেউ যদি আইন অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, মুহাম্মদ সাইফুল ইসলাম, উপ পুলিশ কমিশনার (শাহমখদুম), সোনিয়া পারভীন, সহকারী পুলিশ কমিশনার (শাহমখদুম), সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ, শাহমখদুম থানা, শেখ গোলাম মোস্তফা, অফিসার ইনচার্জ, পবা থানা ও নুরে আলম সিদ্দিক প্রমুখ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার
প্রধান কার্যালয় : বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী।
মেইল: somoyerkotha24news@gmail.com মোবাইল : ০১৮১৭-১২২২৪৩