নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ৮:৫০। ৩ জুলাই, ২০২৫।

আরএমপি’র ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত

জুলাই ২, ২০২৫ ১০:০৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গৌরবময় ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের অংশ হিসেবে আজ ২ জুলাই বিকাল ৪টায় আরএমপি লাইন্স মাঠে এক আনন্দঘন প্রীতি ভলিবল ম্যাচের আয়োজন করা হয়।

এ ম্যাচে বিভাগীয় কমিশনার ভলিবল টিম বনাম পুলিশ কমিশনার ভলিবল টিম অংশগ্রহণ করে। খোন্দকার আজীম আহমেদ, বিভাগীয় কমিশনার ও মোহাম্মদ আবু সুফিয়ান, পুলিশ কমিশনার, আরএমপি উপস্থিত থেকে ভলিবল ম্যাচের শুভ উদ্বোধন করেন।

প্রীতি ম্যাচটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। খেলায় পুলিশ কমিশনার ভলিবল টিম ২-০ সেটের ব্যবধানে চ্যাম্পিয়ন গৌরব অর্জন করে এবং বিভাগীয় কমিশনার ভলিবল টিম রানার্স আপ হয়।

আরও পড়ুনঃ  সার্কের বিকল্প নতুন জোট গড়ছে চীন-পাকিস্তান, যুক্ত আছে বাংলাদেশও

পুলিশ কমিশনার বলেন, “রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করে রাখতে আজকের এই প্রীতি ভলিবল ম্যাচের আয়োজন করা হয়েছে। আজকের ম্যাচটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে।আমরা জানি খেলায় জয়-পরাজয় থাকে তবে শরীর ও মন ভালো হয় । সবচেয়ে বড় বিষয় হলো, এই খেলাধুলার মাধ্যমে আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ করেছে। তিনি বিভাগীয় কমিশনারসহ খেলোয়াড়দের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন সুন্দর আয়োজন অব্যাহত থাকবে বলে জানান”।

আরও পড়ুনঃ  আমরা কেউ পূর্বের অবস্থায় ফিরতে চাই না: আলী রীয়াজ

বিভাগীয় কমিশনার বলেন, “রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আজকের এই প্রীতি ভলিবল ম্যাচ নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। ক্রীড়া শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যম নয়, এটি মানুষের মধ্যকার সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তোলে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহানুভূতির ভিত্তি গড়ে তোলে। ম্যাচটি উপভোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং প্রাণবন্ত হয়েছে। এই আয়োজন আমাদের পেশাগত সম্পর্ককে যেমন মজবুত করেছে, তেমনি ব্যক্তিগত বন্ধনও আরও দৃঢ় করেছে। আমি মনে করি, এই ধরনের আয়োজন আমাদের কর্মস্থলে একটি ইতিবাচক ও উদ্দীপনামূলক পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে আমি এই সৃজনশীল ও আন্তরিক উদ্যোগের জন্য অভিনন্দন জানাই”।

আরও পড়ুনঃ  রাজশাহী থেকে অফিস করেন বেশীর ভাগ চাকরীজীবি আর্থ সামাজিক উন্নয়ন থেকে পিছিয়ে পড়ছে তানোর

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনার।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।