নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সকাল ১১:০৯। ২১ নভেম্বর, ২০২৫।

আলহাজ্ব সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজের এডহক কমিটির পরিচিতি ও আলোচনা সভা

জুন ২১, ২০২৫ ১১:৪৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর আলহাজ্ব সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজের এডহক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার ২১ জুন বেলা ৩ টায় কলেজের শিক্ষক মিলনায়তন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অত্র কলেজের সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যোৎসাহী সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক কায়েস আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ আহমেদ, সহকারী অধ্যাপক মিলি পারভীন, প্রভাষক হাবিবুর রহমান, প্রভাষক নিঘাত সুলতানা, প্রভাষক আব্দুর রাজ্জাক, প্রভাষক শাহানারা খাতুন, প্রভাষক জাহাঙ্গীর আলম, প্রভাষক এ এফ এম লুৎফর রহমান, প্রভাষক ফাহমিদা শারমিন, প্রভাষক ড. এস এম ওয়াহেদ আলী, প্রভাষক লতিফা বেগম, শরীর চর্চা শিক্ষক আকতার উদ্দিন শেখসহ অত্র কলেজের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পরিচিতি ও আলোচনা সভার বিষয়ে আলহাজ্ব সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “আমি হাইকোর্টের আদেশে পুনরায় অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দ্বায়িত্ব পেয়েছি সেই উপলক্ষে কলেজের এডহক কমিটি সম্মানিত সভাপতি, শিক্ষকমন্ডলী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আমাকে পুনরায় আনুষ্ঠানিক ভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করে।”

উল্লেখ যে কিছুদিন পূর্বে আলহাজ্ব সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজের এডহক কমিটি নিয়ে জটিলতার কারণে আলমগীর হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে অপসারন করে। তারই প্রেক্ষিতে হাইকোর্টের আদেশে আলমগীর হোসেনকে পুনরায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।