স্টাফ রির্পোটার, বাঘা : আগামী ১৬ জানুয়ারি ইভিএমের মাধ্যমে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩টায় উপজেলা অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার শাহিন রেজা। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম, বাঘা থানার ওসি নজরুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা মিলন দাস।
আয়োজিত মতবিনিময় সভায় মেয়র পদে এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে অতিরিক্ত নির্বাচনী ক্যাম্প স্থাপন, অশালীন স্লেগান, পোষ্টার ছিড়ে ফেলা, মারপিট, কর্মীদের প্রচারে বাধা প্রদানের অভিযোগ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচনের নীতিমালা ব্যাক্ষা করেন এবং সকল প্রার্থীকে সহযোগিতা করার আহবান জানান।
নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৯ জন ও নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।