স্টাফ রিপোর্টার: আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহীর পবা উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া, চন্দ্রিমা, মতিহার, শাহমখদুম, এয়ারপোর্ট, পবা, কাশিয়াডাঙ্গা, কর্ণহার ও দামকুড়া থানা এলাকায় মোট ৬৮ কেন্দ্রে ভোট গ্রহণ হবে। ভোটের আগে ও পরে এসব এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক।
সোমবার বেলা ১১ টায় আরএমপি সদর দপ্তরে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির কমিশনার জনাব আবু কালাম সিদ্দিক। তিনি নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রেখে ভোটের প্রচার চালানোর জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানান। বলেন, নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ। কারো কোন প্রভাব বিস্তারের সুযোগ নেই।
তিনি জানান, ভোটের দিন ১৭টি মোবাইল টিম, ৫টি স্ট্রাইকিং ফোর্স, ৫টি স্ট্যান্ডবাই টিম, ৬টি চেকপোস্ট, নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী ৭টি মোবাইল পার্টি, ৪টি প্রটেকশন পার্টি এবং ডিবি পুলিশসহ সিটিএসবির প্রায় ১ হাজা র ১৫০ জন দায়িত্ব পালন করবে। এছাড়াও বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার জন্য রায়টগিয়ারসহ স্পেশাল রিজার্ভ, ওয়াটার ক্যানন, স্পীডবোট, কান্ট্রিবোট ও এপিসি প্রস্তুত রাখা হবে বলেও পুলিশ কমিশনার জানান।
সভায় প্রার্থীরা ছাড়াও উপস্থিত ছিলেন, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া )সাজিদ হোসেন প্রমুখ।
10