নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ১১:৪০। ১৩ মে, ২০২৫।

ইতিহাস গড়ার অপেক্ষায় কিংস

আগস্ট ১৪, ২০২৩ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশের নতুন ক্লাব বসুন্ধরা কিংস। একের পর এক ইতিহাস গড়ছে তারা। ঘরোয়া নানা রেকর্ড অর্জনের পাশাপাশি এবার আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ অবস্থানে যাচ্ছে ক্লাবটি। বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বে আগামীকাল মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের অন্যতম দল শারজা এফসির মুখোমুখি হবে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৯ টা ৩৫ মিনিটে। টি স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কায় সিরিজ জিতে দেশে ফিরলেন তামিম-জাওয়াদরা

শারজাহ এফসি শক্তিমত্তায় অনেক এগিয়ে। এর উদাহরণ দিতে ক্লাবটির বিদেশি ফুটবলারদের দিকে তাকালেই যথেষ্ট। দলটিতে আছেন একসময় বার্সেলোনায় খেলা দুই বড় তারকা বসনিয়ান মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ ও অন্যজন স্প্যানিশ ফরোয়ার্ড পাকো আলকাসার। এছাড়া আছেন সাবেক গ্রিক ডিফেন্ডার কোসতাস মনোলাসও। চার ব্রাজিলিয়ানও মাঠ মাতানোর অপেক্ষায়।

আরও পড়ুনঃ  অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন বলেন, ‘অনেক গরম। এই কন্ডিশনে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি সবাই।’ এই ম্যাচ হারলেই চ্যাম্পিয়ন্স লিগ মিশন শেষ হবে বাংলাদেশের ক্লাবটির। এই প্রসঙ্গে অস্কার বলেন, ‘আমরা চেষ্টা করবো যা সুযোগ আসবে তা কাজে লাগাতে। যথাসম্ভব ভালো ফল করার দিকে লক্ষ্য থাকবে আমাদের। এছাড়া মানের দিক দিয়ে আমরা কোথায় আছি তাও পরিষ্কার জানা যাবে।’

আরও পড়ুনঃ  জরিমানার ভয়ে মাঠে নেমে পাকিস্তানের কাছে পাত্তাই পেল না ভারত

অন্য দিকে ঢাকা আবাহনী আজ সিলেটে গিয়ে অনুশীলন করেছে। পরশু দিন সিলেটে মালদ্বীপের ক্লাব ঈগলসের বিপক্ষে এএফসি কাপের প্লে অফ খেলবে বাংলাদেশের আবাহনী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।