নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৯:০৭। ১৪ মে, ২০২৫।

ইমরানের দিকে তাকিয়ে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৩ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ আগামীকাল থেকে হাঙ্গেরির বুদাপেস্টে শুরু হচ্ছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। বৈশ্বিক এই আসরে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টে অংশ নেবেন। স্বর্ণজয়ী এই দ্রুততম মানবকে ঘিরে ভালো কিছুর প্রত্যাশা বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের।

ইমরানের কোচ ও ফিটনেস ট্রেইনারও এই মুহূর্তে হাঙ্গেরিতে অবস্থান করছেন। হাঙ্গেরির বুদাপেস্ট থেকে ইমরানুর রহমান বলেন, ‘বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আমার কোচ ও ফিটনেস ট্রেইনারও এসেছেন। ফেডারেশনের সেক্রেটারি মন্টু স্যার তাদের আনার জন্য চেষ্টা করেছেন এ জন্য ধন্যবাদ।’

আরও পড়ুনঃ  একই দিনে শুরু হচ্ছে আইপিএল ও পিএসএল, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে

ইমরান ইংল্যান্ডে স্টিভেন হাওয়ার্ডের অধীনে প্রশিক্ষণ নেন এবং হিল রবার্ট আলী ফিটনেসের বিষয় দেখেন। দুই জনই দুই দিন আগে ইংল্যান্ড থেকে বুদাপেস্ট এসেছেন। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন তাদের দুই জনের অ্যাক্রিডিটেশন কার্ড করার চেষ্টা করছে।

আরও পড়ুনঃ  স্কাই স্পোর্টসের বর্ষসেরা একাদশে হামজা চৌধুরী

বাংলাদেশের অনেক ডিসিপ্লিনেই আন্তর্জাতিক অঙ্গনে খেলোয়াড়রা অংশগ্রহণ করে কোচ ছাড়াই। নিজেই নিজের অনুশীলন করতে হয় অ্যাথলেটদের। ইমরান নিজেও এমনটি করেছেন। তবে এবার সেটা করতে হচ্ছে না বাংলাদেশের দ্রুততম মানবকে। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তার লক্ষ্য সম্পর্কে বলেন, ‘আমি সম্প্রতি এশিয়ান চ্যাম্পিয়নশিপে দৌড়েছি। প্রাথমিক লক্ষ্য থাকবে সেই টাইমিংয়ের চেয়ে আরো ভালো করার। ’

সামনের মাসেই চীনের হাংজুতে এশিয়ান গেমস। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপকে গেমসের বড় প্রস্তুতি হিসেবেই দেখছেন, ‘এশিয়ান গেমস নিয়ে আমার স্বপ্ন রয়েছে। গেমসের জন্য ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স খুব ভালো প্রস্তুতির মঞ্চ’–বলেন ইমরান। বাংলাদেশের দ্রুততম মানব এই বছরের শুরুতে কাজাখস্তানে এশিয়ান ইনডোরে ৬০ মিটারে স্বর্ণ জেতেন।

আরও পড়ুনঃ  টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করতে চায় ভারত

ইমরান ইংল্যান্ডে পরিবারসহ বসবাস করেন। ইমরানের প্রশিক্ষণের জন্য ফেডারেশন ও অলিম্পিক এসোসিয়েশন সহায়তা ও তত্ত্বাবধায়ন করছেন সার্বক্ষণিক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।