নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ৩:৩২। ৫ সেপ্টেম্বর, ২০২৫।

উত্তরা ইপিজেড এ  শ্রমিক হত্যার বিরুদ্ধে  জবি শিক্ষার্থীদের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ “

সেপ্টেম্বর ২, ২০২৫ ১১:১৫
Link Copied!

মুনা সুলতানা, জবি প্রতিনিধি : আজ ২ রা সেপ্টেম্বর নীলফামারীতে উত্তরা ইপিজেড  এ শ্রমিকদের নায্য আদায়  দাবিতে, পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে  হাবিবুর রহমান  নামে একজন  শ্রমিক নিহত ও অনেক জন আহত হন। তারই প্রতিবাদে, নীলফামারী জেলা ছাত্র কল্যাণ পরিষদ।

আরও পড়ুনঃ  ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর  পক্ষ থেকে  প্রতিবাদ সমাবেশ করা হয়।এসময় তারা বিভিন্ন স্লোগান দেয়,

বিচার বিচার বিচার চাই

শ্রমিক হত্যার বিচার চাই

আমার ভাই মরলো কোন

ইন্টেরিম জবাব চাই।

আরও পড়ুনঃ  বাগমারায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এসময়  উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর প্রেসক্লাব এর সভাপতি, মেহেদী হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর ছাত্র শিবির এর সেক্রেটারি, আরিফ ইসলামসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

বক্তব্য আরিফ ইসলাম বলেন, শ্রমিকরা  কষ্ট করে টাকা উপার্জন করে। তারা মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে। আজ তাদের  বুকের উপর গুলিকরা হল।এবং ইন্টিরিম সরকার কে উক্ত ঘটনার সুষ্ঠু   তদন্ত  ও ন্যায় বিচার আশা করেন। এসময়  আরও সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।