স্টাফ রিপোর্টার : উৎপাদনে জড়িত ইন্ডাস্ট্রিয়ালকে পুলিশ সহায়তা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম।
রোববার বিকালে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আশ্বাসকৃত ১০০টি শিল্পাঞ্চলের মধ্যে রাজশাহীতে একটি হবে। রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বাংলাদেশ পুলিশকে সবসময় সহায়তা করে আসবে। রাজশাহীতে যদিও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইউনিট এখনও স্থাপিত হয়নি তবে অদূর ভবিষ্যতে হবে।
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনির সভাপতিত্বে মতবিনময় সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান ও চেম্বারের সাবেক সভাপতি মোহাম্মদ আলী সরকার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি জয়দেব ভদ্র ও রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার)।
এছাড়াও বক্তব্য দেন রাজশাহী চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান রিংকু, চেম্বারের পরিচালক শাহাদৎ হোসেন বাবু, সাদরুল ইসলাম, শেখ রেজাউর রহমান দুলাল, রিয়াজ আহমেদ খান, আব্দুল গাফফার, সুলতান মাহমুদ (সুমন), আসাদুজ্জামান রবি, এসএম আইয়ুব, সাবেক পরিচালক এম শরীফ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন রাজশাহী উইমেন চেম্বারর্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজেটি নাজনীন, ওয়েবের সভাপতি আঞ্জুমান আরা পারভীন লিপি।
1