স্টাফ রির্পোটার : করোনা মহামারির কারণে এ বছরও হচ্ছে না বই উৎসব। গত ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বই বিতরণ কার্যক্রম উদ্বোধনের পর শনিবার থেকে রাজশাহীসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ শুরু হয়েছে। শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ভিড় এড়াতে একেক দিন একেক শ্রেণির বই বিতরণ করা হবে।
এবছর রাজশাহী জেলায় ৫ লাখ ২০ হাজার ৫১৮ শিক্ষার্থী পাবেন নতুন বই। এসব শিক্ষার্থীরা মোট ৬১ লাখ ১৬ হাজার ২৬৮টি বই পাবে।
শনিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় নগরীর অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে প্রথম শ্রেণির শিশু শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। নতুন বই তুলে দেন- শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ সাইফুল হক। এসময় উপস্থিত ছিলেন- অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোশারফ হোসেন বাচ্চুসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে- এদিন শুধু প্রথম ও ষষ্ঠ শ্রেণির ‘ক’ শাখার শিক্ষার্থীর হাতো নতুন বই তুলে দেওয়া হবে। এর মধ্যে প্রথম শ্রেণির ১৩৬ জন ও ষষ্ঠ শ্রেণির ‘ক’ শাখার ৬৫ জন শিক্ষার্থী নতুন বই পাবে।
এবিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ সাইফুল হক জানান, ‘এবছর বই উৎসব হচ্ছে না। সিমিত পরিষরে শিক্ষার্থীদের আসতে বলা হয়েছে। একেক দিন একেক শ্রেণির শিক্ষার্থীদের বই দেওয়া হবে। বই বিতরণকালে স্বাস্থবিধি মানা হচ্ছে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী জেলায় প্রাক-প্রাথমিক পর্যায়ে ৪৭ হাজার ৯০৬ জন শিক্ষার্থীর জন্য বইয়ের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এসব শিক্ষার্থীদের জন্য বই আসবে ৪৮ হাজার ৪০৬টি। প্রতি শিক্ষার্থী পাবে একটি করে বই। এছাড়া প্রাথমিক পর্যায়ে ২ লাখ ৮৬ হাজার ৬১২ শিক্ষার্থী। এসব শিক্ষার্থী পাবেম ১৩ লাখ ৬৭ হাজার ৮৬২টি নতুন বই। এছাড়া মাধ্যমিক পর্যায়ে ১ লাখ ৮৬ হাজার শিক্ষার্থী পাবেন প্রায় ৪৭ লাখ নতুন বই। মাধ্যমিক পর্যায়ের বই তালিকায় রয়েছে জেনারেল, কারিগরি ও মাদরাসা বোর্ডের শিক্ষার্থীরা।
রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম জানান, এবছর বই বিতরণের অনুষ্ঠানিতা নেই। তবে স্কুলগুলোতে বই বিতরণ চলছে।
এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২২ শিক্ষাবর্ষের জন্য এবার ৩৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ১৩০ কপি পাঠ্যবই ছাপা হচ্ছে। এর মধ্যে প্রাথমিক স্তরের বই ছাপা হচ্ছে ৯ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার ৮৭৪ কপি। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পাঠ্যপুস্তক ও ৫টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষায় প্রণীত পাঠ্যপুস্তকও রয়েছে।
16