নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ১:০৫। ৫ আগস্ট, ২০২৫।

একখণ্ড কাচ ভেঙে ছড়িয়ে পড়ার মতো…

ফেব্রুয়ারি ৮, ২০২৫ ১২:৩১
Link Copied!

কামাল বারি

আবছা— দেয়াল— কিংবা পাখির ঝাঁক—
একটি বিন্দু থেকে এক তুড়িতেই ছড়িয়ে পড়ে—
একখণ্ড কাচ ভেঙে ছড়িয়ে পড়ার মতো উড়ে যায় পাখি—;
কেবল চঞ্চুর প্রয়োজনে পাখির মুখের হাসি দেখা যায় না…
…তাবৎ মুখরতা ক্রুদ্ধ চোখে ক্রন্দন হ’য়ে ফোটে…!

সোনালি চুমুরের নারকেল গাছে
পাখিদের— ভ্রমরের— বাতাসের সবিশেষ অনুরাগ—
দেখে দেখে মুগ্ধ দুচোখ…!

শেষ জলটুকু পান ক’রে পৃথিবীর কেজো হাত— কিলবিল চলে কিছুকাল…;
বৃক্ষ চলে গেলে নিরেট দেয়াল মাথা উঁচু করে…

পাখিঝাঁক— আঁধার— দেয়াল— বৃক্ষ—
কিংবা চমকানো জমকালো আলোর উজলতা— কোলাহল—
কিংবা শিশমহল—
অদ্ভুত এ নগরে…।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।