স্টাফ রির্পোটার : নগরীর দামকুড়া থানাধীন গোপালপুর এলাকায় এক কেজি ৮শ’ গ্রাম হেরোইনসহ ব্যবসায়ীকে গ্রফতার করেছে র্যাব । রোববার বিকেলে ওই মাদকসহ ব্যবসায়ী মিজানুর রহমানকে (২২) গ্রেফতার করে। মিজানুর রহমান চাঁপাইয়ের গোমস্তাপুরে রহমপুরের মেছের আলীর ছেলে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে নগরীর দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।