স্টাফ রিপোর্টার: এক মাস পর রাজশাহী বিভাগে একদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত কারও মৃত্যু হয়নি। সর্বশেষ শনিবার বিভাগের তিন জেলায় সাতজনের মৃত্যু হয়েছে। রোববার নতুন কেউ মারা না যাওয়ায় মোট মৃতের সংখ্যা ১৬২ জনই আছে। এর আগে গত ২৫ জুন বিভাগে কারও মৃত্যু হয়নি। এরপর থেকে প্রতিদিনই নতুন নতুন ব্যক্তি যুক্ত হয়েছেন মৃতদের তালিকায়।
সোমবার শনিবার (২৭ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রাজশাহী বিভাগের মধ্যে এ পর্যন্ত বগুড়ায় সর্বোচ্চ ১০০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহীতে ২২ জন, চাঁপাইনবাবগঞ্জে চারজন, নওগাঁয় ১৪ জন, নাটোরে একজন, জয়পুরহাটে দুইজন, সিরাজগঞ্জে ১১ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।
রোববার বিভাগে নতুন ১৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে রাজশাহীতে ৮২ জন, নাটোরে ছয়জন, জয়পুরহাটে চারজন, বগুড়ায় ৫০ জন এবং সিরাজগঞ্জের ২৭ জন শনাক্ত হয়েছেন।
বিভাগে এখন আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৮২১ জন। এর মধ্যে সর্বোচ্চ ৪ হাজার ৫৫৫ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ২ হাজার ৭৫১ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪১৬, নওগাঁয় ৯২১, নাটোরে ৩৯৭, জয়পুরহাটে ৬৬৫, সিরাজগঞ্জে ১ হাজার ২৯৪ জন এবং পাবনায় ৮২২ জন শনাক্ত হয়েছেন।
রোববার বিভাগের ১৪২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে ৫২ জনই বগুড়ার বাসিন্দা। এছাড়া এ দিন চাঁপাইনবাবগঞ্জের ২২ জন, নওগাঁর ২১ জন, নাটোরের ১৫ জন, সিরাজগঞ্জের ৯ জন এবং পাবনার ২৩ জন সুস্থ হয়েছেন।
রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা জয় করেছেন ৫ হাজার ৯৪১ জন। এর মধ্যে রাজশাহীর ১ হাজার ১২ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৭৫ জন, নওগাঁর ৬৮৫ জন, নাটোরের ১৬৭ জন, জয়পুরহাটের ২০০ জন, বগুড়ার ২ হাজার ৯৫৮ জন, সিরাজগঞ্জের ৩৮৪ জন এবং পাবনার ৩৬০ জন করোনামুক্ত হয়েছেন।