নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। বিকাল ৫:১৪। ২ জুলাই, ২০২৫।

এক রাতে আমরা গরীব হই, মায়ের গয়নাও বিক্রি করতে হয়

সেপ্টেম্বর ১২, ২০২৩ ২:১৯
Link Copied!

অনলাইন ডেস্ক: বলিউডের প্রভাবশালী কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খান। একাধিক সুপারহিট সিনেমা নির্মাণ থেকে রিয়েলিটি শো-এর বিচারক কিংবা সঞ্চালকের ভূমিকাতেও কাজ করেছেন তিনি। সম্প্রতি একটি প্রডকাস্ট শো-তে ফারাহ জানিয়েছেন, বর্তমান অবস্থানে উঠে আসার আগে কতটা কষ্টে দিন পার করতে হয়েছে তাকে।

ফারাহর বাবা কামরান খান ছিলেন একজন চলচ্চিত্র নির্মাতা, যিনি বেশ কিছু সিনেমা নির্মাণ করেছেন। তবে এই পরিচালকের তৈরিকৃত একটি সিনেমা ফ্লপ হওয়ার কারণে রাতারাতি পথে বসতে হয় পুরো পরিবারকে।

আরও পড়ুনঃ  ‘পরিচালক বলেছে এটা লাগবেই, চাইলেও না করতে পারিনি’

সেই ঘটনার কথা উল্লেখ করে ফারাহ বলেন, ‘আমরা রাতারাতি ব্যর্থতা দেখেছি। ছবিটি শুক্রবার মুক্তি পেয়েছিল এবং শনিবারের মধ্যে তা চলে আসে প্রেক্ষাগৃহের বাইরে। রবিবার আমরা সর্বস্বান্ত। বাবা সেই ছবির জন্য মায়ের গয়না বন্ধক রেখেছিলেন, কারণ তিনি নিশ্চিত ছিলেন যে ছবিটি ভালো চলবে। কিন্তু সেটি হয়নি।’

এই ঘটনার প্রভাব পড়েছিল বাবার ব্যক্তিগত জীবনেও। ওই ছবির পর থেকে মারা যাওয়ার আগপর্যন্ত প্রায় ১৩ বছর তার হাতে কোনও কাজ ছিল না। সিনেমার ব্যর্থতায় একপর্যায়ে বাবা মদ খাওয়া শুরু করেন- যোগ করেন ফারাহ।

আরও পড়ুনঃ  হঠাৎ কনে বেশে দীঘি!

সেই সময়ের কষ্টের কথা স্মরণ করে এই কোরিওগ্রাফার বলেন, ‘আমাদের বাড়িতে কিছুই ছিল না। আমরা ঘরের দরজা খোলা রেখে ঘুমাতাম, যাতে কেউ এলে কিছু দিয়ে যায়। কারণ নিয়ে যাওয়ার মতো কিছুই ছিল না। আজ যখন নিজের বিলাসবহুল বাড়ি দেখি, তখন বিশ্বাস করতে পারি না যে এটা আমারই বাড়ি।’

আরও পড়ুনঃ  আমাদের অনেক আগেই বিচ্ছেদ হওয়ার কথা ছিল : কাজল

ক্যারিয়ারে ‘ওম শান্তি ওম’, ‘ম্যায় হুঁ না’র মতো ছবি ভক্তদের উপহার দিয়েছেন ফারাহ। কাজ করেছেন শাহরুখ খান, দীপিকা পাডুকোন থেকে শুরু করে বলিউডের সব বড় বড় তারকাদের সঙ্গে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।