স্টাফ রির্পোটার : শিক্ষার্থীদের মধ্যে নতুন পাঠ্যপুস্তক বিতরণ শুরু হলেও এখনও সম্পন্ন বই আসেনি রাজশাহীতে। ফলে অনেকেই নতুন বই না পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সংশ্লিষ্টরা বললেন- ১২ জানুয়ারি পর্যন্ত বই বিতরণে ঘোষণা দিয়েছে। সেই সময়ের মধ্যে বই চলে আসবে। তাতে নির্ধারিত সময়ের মধ্যেই নতুন বই পাবে সব শিক্ষার্থী।
জানা গেছে- রাজশাহী জেলায় মাধ্যমিক পর্যায়ের ৬০ শতাংশ বই এসেছে। এখনও বাকি ৪০ শতাংশ বই। এছাড়া প্রাথমিক পর্যায়ের কিছু বই আসতে বাকি আছে।
রাজশাহী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন জানান, কিছু কিছু উপজেলায় ৪৫ থেকে ৬০ শতাংশ নতুন বই এসেছে। বাকি বইগুলো ১২ জানুয়ারির আগেই আসবে।
রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম জানান, বই বিতরণ চলছে। তবে কিছু উপজেলায় এখনও শতভাগ বই আসেনি। তবে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সব বই এসেছে। বাকি রয়েছে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির অল্প বই। বইগুলো পথে আছে দুই দিনের মধ্যেই চলে আসবে।
প্রসঙ্গত, প্রাথমিক পর্যায়ে ২ লাখ ৮৬ হাজার ৬১২ শিক্ষার্থী ১৩ লাখ ৬৭ হাজার ৮৬২টি নতুন বই পাবে। এছাড়া মাধ্যমিক পর্যায়ে ১ লাখ ৮৬ হাজার শিক্ষার্থী পাবেন প্রায় ৪৭ লাখ নতুন বই।
1