সময়ের কথা ডেস্ক : নদীমাতৃক দেশ বাংলাদেশ। দেশের অন্যতম নদী চিত্রা। এই চিত্রার পাড়ের জেলা নড়াইল। দেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রীড়াবিদ মাশরাফি বিন মুর্তজা বেড়ে উঠেছেন চিত্রা নদীর পাড়েই। আগামী পরশু (৭ নভেম্বর) এই নদীতে হচ্ছে দূরপাল্লার সাঁতার।
পুলে ঝড় তোলা শেষ। এবার নদীতে ঝড় তুলবেন সাঁতারুরা। ছয়জন করে পুরুষ ও নারী সাঁতারুদের অংশগ্রহণে রোববার নড়াইলের চিত্রা নদীতে অনুষ্ঠিত হবে দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা। সাইফ পাওয়ারটেকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠেয় টুর্নামেন্টে পুরুষ সাঁতারুরা ১০ এবং নারীরা সাঁতরাবেন আট কিলেমিটার।
পুরুষ বিভাগে রয়েছেন সেনাবাহিনীর ফয়সাল আহমেদ ও সাজ্জাদ হোসেন, নৌবাহিনীর পলাশ চৌধুরী ও কাজল মিয়া, আনসারের আশিক শেখ, কুষ্টিয়ার আশিকুল ইসলাম এবং নড়াইলের রবিউল আউয়াল। নারী বিভাগের সাঁতারুরা হলেন- সেনাবাহিনীর মুক্তি খাতুন ও লাবনী আক্তার, নৌবাহিনীর সোনিয়া আক্তার ও সুরাইয়া আক্তার, আনসারের মুক্তা খাতুন, কুষ্টিয়ার সুমাইয়া আক্তার এবং নড়াইলের সুমি খাতুন।
শুক্রবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ বলেন, ‘দূরপাল্লার সাঁতারের জন্য আমরা প্রত্যেক সাঁতারুর জন্য লাইফ জ্যাকেট, মেডিকেল টিমসহ যাবতীয় প্রস্তুতি রেখেছি। আশা করি সফলভাবে এই আয়োজন সম্পন্ন হবে।
সাঁতার ফেডারেশনের পাশাপাশি নড়াইল জেলা ক্রীড়া সংস্থাও যথেষ্ট আগ্রহী ছিল দূরপাল্লার সাঁতার আয়োজনে। চিত্রা নদীতে অনেক বাঁক আছে। সেসব বাঁকের প্রতিকূলতার চ্যালেঞ্জ সাঁতারুরা কীভাবে সামলাবেন সেটা ভাবিয়ে তুলছে আয়োজকদেরও।
পুরস্কার হিসেবে দুই বিভাগে চ্যাম্পিয়ন ১৫ হাজার, রানারআপ ১০ হাজার ও তৃতীয় স্থান পাওয়া সাঁতারু পাবেন সাত হাজার টাকা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন সাঁতার ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল।
1