সময়ের কথা ডেস্কঃ
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদের সঙ্গে সংলাপে বসছে বিএনপি।
বৃহস্পতিবার (১৬ জুন) বিকেল ৫টায় মহাখালীতে অলি আহমদের বাস ভবনে এই সংলাপ অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।
তিনি বলেন, এলডিপির চেয়ারম্যান অলি আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে। বিএনপির পক্ষে নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সরকারবিরোধী ডান-বাম ঘরানার দলগুলোকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টা করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় গত ২৪ মে থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে দলটি।
প্রথম দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নাগরিক ঐক্যের কার্যালয়ে গিয়ে বৈঠক করে। এরপর ২৭ মে বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে, ৩১ মে গণসংহতি আন্দোলনের সঙ্গে, ১ জুন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ২ জুন কল্যাণ পার্টি, ৭ জুন বাংলাদেশ মুসলিম লীগ ৮ জুন জাতীয় পার্টি (কাজী জাফর), ৯ জুন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও ১২ জুন ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ ভাসানী) সঙ্গে বৈঠক করে বিএনপি।
সময়ের কথা ২৪ ডটকম।