স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। রোববার সন্ধ্যায় নগরীর অলকার মোড়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সহসভাপতি নজরুল হুদা ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বোর্ড সদস্য সাইফুল ইসলাম হিরক, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম এখলাস আহমেদ রমি, রাজশাহী জেলা জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম এহতেশাম বিপ্লব এবং শ্রমিক দল নেতা শফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, “মহানগর বিএনপির এই নতুন কমিটি রাজশাহীর রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে। বিএনপির নেতৃত্বে এখানে আবারও গণতান্ত্রিক চেতনা জাগ্রত হবে। আমরা বিশ্বাস করি, নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠন আরও শক্তিশালী হবে এবং গণআন্দোলনের ভিত্তি মজবুত হবে।”
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সাইফুল ইসলাম হিরক বলেন, ‘‘বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের এ ধারা রাজশাহীর রাজনীতিতে নতুন উদ্যম সৃষ্টি করবে। নতুন নেতৃত্বের হাত ধরে মহানগর বিএনপি আরও শক্তিশালী ও জনসম্পৃক্ত সংগঠনে পরিণত হবে।’’
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন নেতাকর্মীদের উদেশ্যে বলেন, “দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামে রাজশাহীর নেতাকর্মীরা অবিচল ছিলেন। বিএনপি গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রতীক- এই অবস্থান আরও সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
শুভেচ্ছা বিনিময়কালে নবগঠিত কমিটির সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন, “রাজশাহীতে বিএনপিকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে আমরা সবাই একসঙ্গে কাজ করব। প্রতিটি ওয়ার্ড, ইউনিট ও থানা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে। নেতাকর্মীদের আস্থা ও ঐক্যই আমাদের মূল শক্তি।”

