স্টাফ রিপোর্টার : রাজশাহী রেলওয়ে হাসপাতাল থেকে ওষুধ চুরি করে নিয়ে যাওয়ার সময় একজন নারী কর্মী ধরা পড়েছেন বলে খবর পাওয়া গেছে।
রোববার সন্ধ্যায় হাসপাতাল থেকে বের হওয়ার সময় হাসপাতালের ওই কর্মী ও তার এক বান্ধবীকে ওষুধসহ ধরেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন হাবিলদার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বান্ধবীর ব্যাগে বেশকিছু সরকারি ওষুধ ভরে নিয়ে যাচ্ছিলেন হাসপাতালের ওই কর্মী। তখন হাবিলদার নূর আলম তাদের ধরেন। এরপর ওষুধগুলো নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। পরে সেই ওষুধ রেলওয়ে হাসপাতালে জমা দেয়া হয়। নূর আলম বিষয়টি স্বীকার করেছেন।
তিনি বলেন, আমি ওষুধসহ ধরেছিলাম। এ সময় বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়। তিনি ওষুধগুলো রেখে দুজনকে ছেড়ে দেয়ার নির্দেশ দেন। সে অনুযায়ী তাদের ছেড়ে দেয়া হয়।
এ বিষয়ে কথা বলতে রাতে অভিযুক্ত কর্মীর মোবাইল ফোনে কয়েকদফা ফোন করা হয়। কিন্তু তিনি ধরেননি।
আর হাসপাতালের চিফ মেডিকেল অফিসারের মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে। তাই তাদের বক্তব্য পাওয়া যায়নি।