স্টাফ রির্পোটার : সোমবার ( ২৫ জানুয়ারী ) বেলা ১১টার সময় রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর প্রধান প্রশিক্ষক মোজাফ্ফর হোসেন বুলু, সহকারী প্রশিক্ষক মুমিত হাসান ব্রাইট সহ রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর প্রশিক্ষনার্থীরা রাজশাহী জেলা ক্রীড়া সংস্থায় গিয়ে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জনাব ওয়াহেদুন নবী অনুকে রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন।
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জনাব ওয়াহেদুন নবী অনুকে রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন পর্বের শেষ মুহূর্তে জনাব ওয়াহেদুন নবী অনু বললেন:- মানসম্মত খেলোয়ার তৈরিতে আমি সকল প্রকার সহযোগীতা করব রাজশাহী তায়কোয়ানডো দোজাংকে। তায়কোয়ানডো চর্চার মাধ্যমে একজন মানুষ হয়ে ওঠে আত্মবিশ্বাসী, সুশৃঙ্খল ও স্বাস্থ্যবান। খেলাধুলার পাশাপাশি প্রয়োজন নিজেদের আত্মরক্ষা নিজেদেরই গড়ে তোলা আর নিজেদের আত্মরক্ষা নিজেদেরই গড়ে তোলার জন্য তায়কোয়ানডো চর্চা খুবই জরুরি। খেলাধুলা ও সংস্কৃতি চর্চা হতে পারে যুব সমাজকে মাদক, জঙ্গিবাদসহ সামাজিক অবক্ষয় হতে দূরে রাখার অন্যতম হাতিয়ার।
এরপর,রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর প্রধান প্রশিক্ষক মোঃ মোজাফ্ফর হোসেন বুলু বলেন:- তায়কোয়ানডো একটি সুশৃঙ্খল খেলা। ইনশাআল্লাহ আমি রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর মাধ্যমে একদিন রাজশাহীকে উপহার দিব একটি সুশৃঙ্খল তায়কোয়ানডো দল। আজকে যখন কিছু তরুন-তরুনী বিভ্রান্তির পথে পা বাড়াচ্ছে,জঙ্গিবাদের বিপথগামীতায় আকৃষ্ট হচ্ছে অথবা মাদকাশক্তিতে নিঃশেষ করছে তার সম্ভাবনা তখন তায়কোয়ানডো মার্শাল আর্ট চর্চা করা অনেক জরুরী।
174