নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। সকাল ১১:২৭। ১৭ মে, ২০২৫।

কক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা

মে ১৬, ২০২৫ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : কক্সবাজার থেকে ঢাকা অভিমুখী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট উড্ডয়নের পর একটি চাকা খুলে পড়ার ঘটনা ঘটেছে। ওই অবস্থাতেই উড়োজাহাজটি ঢাকায় নিরাপদে অবতরণ করেছে।

আরও পড়ুনঃ  যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল ভারত-পাকিস্তান

খোঁজ নিয়ে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কক্সবাজার থেকে ঢাকাগামী বিজি ৪৩৬ ফ্লাইটটিতে ৬৯ জন যাত্রী ছিলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর বেলা আড়াইটার দিকে জানান, উড়োজাহাজটি মাত্র ঢাকায় অবতরণ করেছে । একটি চাকা ছাড়াই রানওয়েও অবতরণের সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। যাত্রী ও উড়োজাহাজ নিরাপদ আছেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

এর আগে বিমানের ফ্লাইট সেফটি বিভাগ জানায়,পেছনের একটি চাকা ছাড়াই উড়োজাহাজ ল‍্যান্ড করানো সম্ভব। এক্ষেত্রে পাইলটের দক্ষতা গুরুত্বপূর্ণ ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।