নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। সকাল ১০:৫৮। ২০ মে, ২০২৫।

করোনায় আক্রান্ত অভিনেত্রী শিল্পা

মে ১৯, ২০২৫ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : করোনা ভাইরাস নামটার সঙ্গেই যেন আতঙ্ক জড়িয়ে রয়েছে। পাঁচ বছর আগের করোনা মহামারির ভয়াবহ ক্ষত এখনও দগদগে সকলের মনে । ফের সেই পুরোনো স্মৃতি উসকে দিয়ে হংকং ও সিঙ্গাপুর জুড়ে ফের দেখা দিয়েছে করোনা আতঙ্ক। হু হু করে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণ।

সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হলেন অভিনেত্রী শিল্পা শিরোদকর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি ভক্ত-অনুরাগীদের নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  সাম্য হত্যার জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও

অভিনেত্রী ইনস্টাগ্রাম পোস্টে লেখেন-‘হ্যালো, বন্ধুরা! আমার কোভিড পজিটিভ ধরা পড়েছে। নিরাপদে থাকুন এবং মাস্ক পরুন।’ এই খবরের প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রী সোনাক্ষী সিনহা একটি মন্তব্য করেছেন, ‘হে ঈশ্বর! যত্ন নিন শিল্পা, দ্রুত আরোগ্য লাভ করুন।’

মাত্র কয়েক মাস আগে, শিল্পা তার অনুপ্রেরণামূলক শারীরিক রূপান্তরের জন্য শিরোনামে এসেছিলেন। অভিনেত্রী ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত তার তিন মাসের ওজন কমানোর যাত্রার আগে এবং পরে ছবি শেয়ার করেছেন। ভক্তরা তার অনেক প্রশংসা করেছেন, তার ফিটনেস যাত্রাকে ‘প্রেরণাদায়ক’ বলেছেন অনুরাগীরা৷

আরও পড়ুনঃ  ইন্টারনেটের দাম জনগণের ব্যবহার উপযোগী করতে হবে: উপদেষ্টা আসিফ

শিল্পা শিরোদকর ১৯৯০-এর দশকে হাম, খুদা গাওয়া, আঁখে এবং বেওয়াফা সানামের মতো জনপ্রিয় ছবি দিয়ে খ্যাতি অর্জন করেন। তার অভিব্যক্তিপূর্ণ চোখ এবং পর্দায় উপস্থিতির জন্য পরিচিত, তিনি অমিতাভ বচ্চন, গোবিন্দ এবং মিঠুন চক্রবর্তীর মতো বড় তারকাদের বিপরীতে অভিনয় করেছিলেন।

আরও পড়ুনঃ  ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান

২০০০-এর দশকের গোড়ার দিকে চলচ্চিত্র থেকে বিরতি নেওয়ার পর, তিনি ‘এক মুঠি আসমান’ এবং ‘সিলসিলা পেয়ার কা’-এর মতো অনুষ্ঠানের মাধ্যমে টেলিভিশনে সফলভাবে প্রত্যাবর্তন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।