স্টাফ রির্পোটার : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহীর পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২২ নভেম্বর) বেলা পৌনে চারটার দিকে তিনি মারা যান।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ বিভিন্ন সংগঠন এবং দলীয় নেতৃবৃন্দ।
পারিবারিক সূত্র জানায়, কয়েকদিন আগে মাথা ব্যথা নিয়ে রাজশাহী নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন উপজেলা চেয়ারম্যান মুনসুর রহমান। এরপর গত বৃহস্পতিবার তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। সেদিনই তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর তিনি একটি কেবিনে ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন শুক্রবার তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। কিন্তু পরের দিনই তিনি মারা গেলেন।
মুনসুর রহমান রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক। পবা উপজেলার নওহাটা পৌরসভার শ্রীপুর মহল্লার বাসিন্দা ছিলেন তিনি। তার বাবার নাম হামিদ সরকার। দুই মাস আগে মুনসুর রহমানের ছোট ভাই আনিসুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
সিটি মেয়র লিটনের শোক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহীর পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রোববার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র।
শোক বার্তায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার শোক সন্তোপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক : রাজশাহীর পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুনসুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম, এমপি। তিনি শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি এবং শুভাকাঙ্খিদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মুনসুর রহমান রাজনীতির পাশাপাশি সামাজিকভাবে অতি সুপরিচিত ছিলেন পবা তথা রাজশাহীবাসীর নিকট। তিনি ছিলেন একজন উদারচিত্তের মানুষ। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পূর্বে তিনি জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রতিমন্ত্রী অত্যন্ত ব্যাথিতচিত্তে বলেন, মাত্র দুই মাস আগে করোনায় আক্রান্ত হয়ে তার ছোট ভাইর মৃত্যুর পরপরই তার এই প্রস্থান পারিবারিকভাবে সত্যি হৃদয় বিদারক। পরিবারের সদস্যদের এই শোক সইবার ধৈর্য্য দানে মহান আল্লাহপাকের দরবারে তিনি দোয়া প্রার্থনা করেন। প্রতিমন্ত্রী বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
জেলা আওয়ামী লীগের শোক : রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনসুর রহমানের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেকে এমপি আব্দুল ওয়াদুদ দারা। রোববার এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়। মনসুর রহমান বেশকিছু দিন আগে থেকে করোনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে মারা যান। শোক বার্তায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা বলেন, পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনসুর রহমান ছিলেন সদা হাসিখুশি। তাঁর মৃত্যুতে জেলা আওয়ামী লীগ গভীর শোক প্রকাশ করছে।
জেলা যুব মহিলা লীগের শোক : রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনসুর রহমানের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী রাজশাহী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন। রোববার এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়। শোক বার্তায় বিপাশা খাতুন বলেন, পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনসুর রহমান আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন।
6