শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ‘‘করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলি, বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করি’’ এই প্রতিপাদ্যে- স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ কর্মসূচি উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সংগঠনের শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসঅন্যরা। সভায় করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেয় ঠেকানো এখন থেকে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। পাশাপাশি বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছেন বক্তারা।
6