নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ১:৪৩। ২ জুলাই, ২০২৫।

করোনা সতর্কতায় শাহজালাল বিমানবন্দরে বাড়তি ব্যবস্থা

জুন ৯, ২০২৫ ৬:২১
Link Copied!

অনলাইন ডেস্ক : পার্শ্ববর্তী দেশ ভারতসহ বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। এমন প্রেক্ষাপটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা।

সোমবার (৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক রাগিব সামাদ। তিনি বলেন, “স্বাস্থ্য অধিদফতরের দেওয়া নির্দেশনা আমরা যথাযথভাবে অনুসরণ করছি।”

আরও পড়ুনঃ  প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ৮৫তম জন্মদিন আজ

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল টিমের পাশাপাশি থার্মাল স্ক্যানার ব্যবহার করা হচ্ছে। ‘নন-টাচ’ পদ্ধতিতে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে।

এছাড়া টার্মিনালের স্পর্শকাতর স্থানগুলোতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত মাস্ক ও গ্লাভস মজুত রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  মামলা তুলে নিতে চান সেই নারী, বললেন— ‘সবাই শান্তিতে থাকুক’

সংক্রমণ প্রতিরোধে যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিমানবন্দরে স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা প্রচারও চলছে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গত ৪ জুন দেশের সব বন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করে স্বাস্থ্য অধিদফতর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেই নির্দেশনার আলোকে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।