নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। বিকাল ৫:৫৮। ১৭ আগস্ট, ২০২৫।

কলকাতার প্রেক্ষাগৃহে শুভশ্রীর পূজায় মাতল দর্শক

আগস্ট ১৬, ২০২৫ ৭:১৭
Link Copied!

অনলাইন ডেস্ক : শুধু বলিউড বা দক্ষিণী তারকারাই ভক্তদের পূজা পান- এমন নয়। একসময় মাধুরী দীক্ষিত, হেমা মালিনী কিংবা লতা মঙ্গেশকরের ছবি দিয়ে তাদের আলাদা করে শ্রদ্ধা জানানো হতো; কলকাতায় অমিতাভ বচ্চনের নামে রয়েছে মন্দির, রজনীকান্তের জন্যেও রয়েছে স্থানীয় উপসানালয়। এবার ভক্তদের এমন ভাবাবেগে জড়িয়ে গেলেন ওপার বাংলার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।

আরও পড়ুনঃ  আবেদনময়ী লুকে ভাবনা

বলা বাহুল্য, শুভশ্রী এখন অনুরাগীদের কাছে একমাত্র ‘লেডি সুপারস্টার’। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন ছবি ধূমকেতু। আর সেই ছবিকে ঘিরেই পশ্চিমবঙ্গের বিনোদিনী থিয়েটারে দেখা গেল আবেগের এক চূড়ান্ত রূপ! শুভশ্রীর পোস্টারে দুধ ঢেলে দিলেন ভক্তরা, স্লোগান উঠল, ‘জয় মা শুভশ্রী!’ কোথাও আবার পোস্টার ঢেকে দেওয়া হলো ফুলে ফুলে।

আরও পড়ুনঃ  ‘শূন্য থেকে শুরু করতে সমস্যা ছিল না’

শুভশ্রী গত কয়েক বছরে একের পর এক ছকভাঙা চরিত্রে অভিনয় করে নিজের অভিনয়শক্তির প্রমাণ রেখেছেন। ঝুলিতে রয়েছে একাধিক বড়সড় প্রজেক্ট। একদিকে সৃজিত মুখার্জির ‘লহ গৌরাঙ্গের নাম রে’, অন্যদিকে ‘রায়বাঘিনী ভবশঙ্করী’—দুই পিরিয়ড ড্রামাতেই দেখা যাবে তাকে।

আরও পড়ুনঃ  নির্বাচন কমিশনারের আশ্বাসে রাবিতে শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার

পরিণীতা থেকে শুরু করে নানা ভিন্ন স্বাদের সিনেমা ও ওয়েব সিরিজে তিনি দর্শকদের মুগ্ধ করেছেন শুভশ্রী। কখনও ডিগ্ল্যাম লুকে, কখনও বৃদ্ধার চরিত্রে— প্রয়োজনমতো নিজেকে নতুন করে গড়ে তুলেছেন প্রতিবার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।