স্টাফ রিপোর্টার : মাদক নির্মুলে রাজশাহী মহানগরীর ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের উদ্যোগে মাদক বিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় ১৯ নং ওয়ার্ড হাজরাপুকুর পাবনা পাড়া মোড়ে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন , ওয়ার্ড কে মাদকমুক্ত করতে হলে শুধু পুলিশের উপর নির্ভর করলে হবে না, আমাদের সবাইকে সচেতন হতে হবে,নিজেদের উদ্যোগ গ্রহন করে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে হবে।
তিনি আরো বলেন, যে -মাদকের সাথে ধর্ষণ ও কিশোর অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার আহব্বান জানান,সেই সাথে আইনের সাথে শ্রদ্ধাশীল হওয়ারও জন্য অনুরোধ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন। উক্ত সভায় আরো বক্তব্য রাখেন, হাসান ওয়ারিদ দুলাল, আমির সর্দার, জয়নাল আবেদিন, বাবুল আহম্মেদ, আলহাজ্ব আবুল কালাম আযাদসহ স্থানীয়রা।
প্রধান সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার
প্রধান কার্যালয় : বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী।
মেইল: newssomoyerkotha@gmail.com , editorsomoyerkotha@gmail.com মোবাইল : ০১৮১৭-১২২২৪৩