নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সন্ধ্যা ৭:৩৭। ১৩ আগস্ট, ২০২৫।

কারিনার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার স্মৃতিচারণ করে বিতর্কে অর্জুন

আগস্ট ১০, ২০২৫ ৩:৩৪
Link Copied!

অনলাইন ডেস্ক : বলিউডের দুই তারকা কারিনা কাপুর খান ও অর্জুন রামপাল। পর্দায় তাদের রসায়ন যে দর্শকের চোখে পড়বেই, তা বলাই বাহুল্য। ২০১২ সালে মধুর ভান্ডারকরের পরিচালনায় ‘হিরোইন’ ছবিতে জুটি বেঁধেছিলেন তারা। যদিও কাহিনিতে নায়ক-নায়িকার মিলন ঘটেনি, তবুও প্রেমঘন দৃশ্যগুলোর রেশ ছিল বহুদিন।’

এক সাক্ষাৎকারে অর্জুন বলেছিলেন, ‘কারিনার সঙ্গে পর্দায় অন্তরঙ্গ হতে ভালো লেগেছে। এখনও তার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যগুলোতে অভিনয় করার স্মৃতি মনে করে চলেছি।’

আরও পড়ুনঃ  ইসরায়েলের গাজা দখলের সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য: এরদোয়ান

সেই সিনেমায় কারিনার প্রেমিকের চরিত্রে অভিনয় করেছিলেন অর্জুন। সেই প্রেমকে পর্দায় ফুটিয়ে তুলতেই পর্দায় বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য রাখা হয়েছিল।

অর্জুনের সেই সাক্ষাৎকার ফের চর্চায় উঠে এসেছে। কারিনাকে নিয়ে তার মন্তব্যটিকে ভালোভাবে নেননি দর্শকদের একাংশ। এক রেডিটের এক নেটিজেনের মন্তব্য, ‘অর্জুনের এই মন্তব্য খুবই অদ্ভুত এবং অপেশাদার।’ অন্য একজন লিখেছেন, ‘সেই সময় মনে হয় সকলেই এই ধরনের কথাবার্তা বলতে কোনোরকম দ্বিধাবোধ করতেন না।’ আবার কেউ কেউ মনে করছেন, অভিনেতা আসলে এসব বলতে চাননি।

আরও পড়ুনঃ  অশ্লীল মেসেজের স্ক্রিনশট ফাঁস করলেন প্রসূন আজাদ

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘হিরোইন’-এ কারিনা কাপুর খান এবং অর্জুন রামপালের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন রণদীপ হুদা, মুগ্ধা গডসে এবং দিব্যা দত্ত-সহ আরও অনেকে। এই ছবির গল্প আবর্তিত হয়েছিল মাহি নামে এক অভিনেত্রীকে ঘিরে। যে তার বিবাহিত প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর বিধ্বস্ত হয়ে পড়ে। সে হতাশায় ডুবে যায়। এবং শেষ পর্যন্ত তার ক্যারিয়ারও শেষ হয়ে যেতে বসে। তবে মধুরের সব ছবির মতোই এক্ষেত্রেও নায়িকা ফের ঘুরে দাঁড়ায়। শুরু করে নতুন জীবন। কারিনার সেই বিবাহিত প্রেমিকের ভূমিকাতেই দেখা গিয়েছিল অর্জুনকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।