নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সন্ধ্যা ৭:৩০। ১৬ জুলাই, ২০২৫।

ক্যাম্পাসে গুন্ডামি চলবে না, ফুটেজ নেওয়া সাংবাদিকদের অধিকার

নভেম্বর ১৯, ২০২৪ ৫:২৫
Link Copied!

রাবি প্রতিনিধি : পেশাগত দায়িত্ব পালনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের তিনটি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এ অভিযোগ জমা দেন।

অভিযোগপত্রে সাংবাদিকদের পক্ষে স্বাক্ষর করেন রাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়ের জামিল, রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি লাবু হক এবং রাবি সাংবাদিক সমিতির সভাপতি মো. ইমতিয়াজ।

তারা জানান, গতকাল ১৮ নভেম্বর বিকেল ৫টার দিকে রাবি প্রেসক্লাব কার্যালয়ের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে ‘দৈনিক বণিকবার্তা’ পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি আবু ছালেহ শোয়েব ভিডিও ধারণ করছিলেন। তখন মার্কেটিং বিভাগের একদল শিক্ষার্থী একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম বিজ্ঞান ভবন পার হচ্ছিল। এমন সময় মার্কেটিং বিভাগের আনুমানিক ৫০-৬০ জন শিক্ষার্থী শোয়েবের দিকে তেড়ে আসে এবং মারধর শুরু করে। ওই সময় তাদের মধ্য থেকে ৫-৭ জন শিক্ষার্থী তার গেঞ্জির কলার চেপে ধরে জোরপূর্বক মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও ডিলিট করতে বাধ্য করে।

আরও পড়ুনঃ  ঢাকায় ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

এতে আরও বলা হয়, শোয়েব সাংবাদিকতার পরিচয়পত্র দেখালেও ঔদ্ধত্য শিক্ষার্থীরা সেটা ছিঁড়ে ফেলে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় প্রেসক্লাবের সভাপতিসহ একাধিক সহকর্মী এগিয়ে এলে তাদেরকেও হেনস্তা করা হয়।

আরও পড়ুনঃ  হেরোইন পাচারের সময় রাজশাহীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ক্যাম্পাসে গুন্ডামি করবে আর সাংবাদিকরা ভিডিও ফুটেজ নিতে পারবে না এমন ফ্যাসিস্ট আচরণ ক্যাম্পাসে চলবে না। একজন সাধারণ শিক্ষার্থীও চাইলে ভিডিও করতে পারে কিন্তু একজন সাংবাদিক ভিডিও ধারণকালে তার ওপর আক্রমণের অধিকার শিক্ষার্থীরা রাখে না। ক্যাম্পাসে কোনো গুন্ডামি চলবে না, ফুটেজ নেওয়া সাংবাদিকদের অধিকার। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। ভিডিও ফুটেজ দেখে আমি নিজেই এ বিষয়ে তদন্ত করব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।