স্টাফ রির্পোটার : মহিলা কমপ্লেক্স মাঠে সকাল নয়টায় রাজশাহী রাইডার্স বনাম মোসলেম স্মৃতি একাদশ বগুড়া প্রতিদন্দিতা করে। রাজশাহী রাইডার্স টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। মোসলেম স্মৃতি একাদশ বগুড়া নির্ধারিত ২০ ওভারের ৬ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ পাপু ৪৩ বলে ৫৮ এবং আহাদ ৪০ বলে ৪৪ রান সংগ্রহ করে। অতিরিক্ত ৯ রান। বিপক্ষ দলের রানা ৩৭ রানে ৩টি এবং লিমন ১৬ রানে ১টি করে উইকেট লাভ করে। জবাবে রাজশাহী রাইডার্স ১৮.১ ওভারে ৬ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে। অতিরিক্ত ৭ রান। দলের পক্ষে সবুজ ৫৩ বলে ৭০ এবং সকাল ২৩ বলে ২৩ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের শাফিক ১৪ রানে ৪টি সাহেব ২২ রানে ১টি করে উইকেট লাভ করে।
ফলাফল : রাজশাহী রাইডার্স ৪ উইকেটে জয়লাভ করে ।
দিনের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয় দুপুর ১২টায় এতে প্রতিদন্দিতা করে শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ বনাম হৃদয় স্পোর্টস। শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারের ১৮.১ ওভারে ১০ উইকেটে ৭৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রকি ১৮ বলে ১৮ এবং ফরহাদ ২৫ বলে ১৬ রান সংগ্রহ করে। অতিরিক্ত ৮ রান। বিপক্ষ দলের সামিরুল ৯ রানে ৩টি মনির ১৪ রানে ২টি রাহিদ ১০ রানে ২ করে উইকেট সংগ্রহ করে। জবাবে হৃদয় স্পোর্টস ১৭.১ ওভারে ১০ উইকেট ৬৪। দলের পক্ষে সর্বোচ্চ রিদয় ১৫ বলে ১৪ এবং সুমন ১৩ বলে ১২ রান সংগ্রহ করে। অতিরিক্ত ১ রান। বিপক্ষ দলের তুহিন ৯ রানে ৩টি রকি ২১ রানে ৩টি সজিব ১রানে ৩টি উইকেট দখল করে।
ফলাফল : শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ ১৫ রানে জয়লাভ করে।