স্টাফ রির্পোটার : মহিলা কমপ্লেক্স মাঠে সকাল নয়টায় ক্রিকেট অন এসোসিয়েশন বনাম নওদাপাড়া ক্রিকেট একাদশ প্রতিদন্দিতা করে। নওদাপাড়া ক্রিকেট একাদশ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেটে ১৩৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ মিলন ৩০ বলে ৩৩ এবং কাদের ২৪ বলে ৩০ রান সংগ্রহ করে। অতিরিক্ত ৫ রান। বিপক্ষ দলের ফায়সাল ২৯ রানে ৫টি এবং মিন্টু ২৪ রানে ২টি করে উইকেট লাভ করে। জবাবে ক্রিকেট অন একাদশ ১৯ ওভারে ১০ উইকেটে ১০১ রান সংগ্রহ করে। অতিরিক্ত ১০ রান। দলের পক্ষে মিন্টু ৩০ বলে ৩০ ফয়সাল ১৮ বলে ২৩ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের শোভন ১৫ রানে ৩টি রানা ১৫ রানে ২টি করে উইকেট লাভ করে।
ফলাফল : নওদাপাড়া ক্রিকেট একাডেমি ৩৭ রানে জয়লাভ করে ।
দিনের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয় দুপুর ১২টায় এতে প্রতিদন্দিতা এম কে ব্রাদার্স বনাম পিএসটি সিআর। পি এস টি সি আর টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। এম কে ব্রাদাস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ওয়ালিদ ৩০ বলে ৪৮ এবং রিয়াদ ২৫ বলে ৩৯ রান সংগ্রহ করে। অতিরিক্ত ১৭ রান। বিপক্ষ দলের স্বপন কুমার ২৯ বলে ৫টি এবং শান্ত ৩০ রানে বলে ২টি করে উইকেট সংগ্রহ করে। জবাবে টি এস টি সি আর ২০ ওভারে ৪ উইকেট ১১৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ সাদ্দাম ৩২ বলে ৩৩ রান মাহিম ১৯ বলে ২৪ সংগ্রহ করে। অতিরিক্ত ২১ রান। বিপক্ষ দলের জসিম রানে ২টি উইকেট লাভ করেনি।
ফলাফল : এম কে ব্রাদাস ৬৩ রানে জয়লাভ করে।
1