স্টাফ রির্পোটার : মহিলা কমপ্লেক্স মাঠে সকাল নয়টায় মা এগ্রো বনাম যুব ক্রিকেট স্কুল প্রতিদন্দিতা করে। মা এগ্রো টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। যুব ক্রিকেট স্কুল নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ মাইনুল ৪৯ বলে ৬০ এবং ফাহিম ৪৭ বলে ৫২ রান সংগ্রহ করে। অতিরিক্ত ০৬ রান। বিপক্ষ দলের সোহাগ ৩১ রানে ৩টি এবং পিনোন ২৭ রানে ১টি করে উইকেট লাভ করে। জবাবে যুব ক্রিকেট স্কুল ১২.২ ওভারে ০৭ উইকেটে ১০৬ রান সংগ্রহ করে। অতিরিক্ত ০৭ রান। দলের পক্ষে ইমন ২১ বলে ১৬ এবং পিনোন ১৮ বলে ১২রান সংগ্রহ করে। বিপক্ষ দলের শুভ রানে ১৭ রানে ৩টি রানা সবুজ ১২ রানে ৩টি করে উইকেট লাভ করে।
ফলাফল : যুব ক্রিকেট স্কুল ১০৬ রানে জয়লাভ করে ।
দিনের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয় দুপুর ১২টায় এতে প্রতিদন্দিতা শামসুল আলম স্মৃতি সংঘ বনাম মুঙলী বাবুল স্মৃতি সংঘ। শামসুল আলম স্মৃতি সংঘ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারের ১৯.৩ ওভারে ১০ উইকেটে ১৮১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রিদয় ৩৯ বলে ৫৭ এবং কানন ১১ বলে ৩১ রান সংগ্রহ করে। অতিরিক্ত ০৭ রান। বিপক্ষ দলের আবির ৩৪ বলে ৪টি এবং মনিরুল ৩০ রানে বলে ২টি করে উইকেট সংগ্রহ করে। জবাবে মুঙলী বাবুল স্মৃতি সংঘ ২০ ওভারে ৪ উইকেট ১১৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ জনি ২২ বলে ৪১ রান মনিরুল ৩০ রানে বলে ২৪ সংগ্রহ করে। অতিরিক্ত ০৭ রান। বিপক্ষ দলের তুহিন ২৯ রানে ৪টি এবং রিমন ও সানজামুল ২টি উইকেট লাভ করেনি।
ফলাফল : শামসুল আলম স্মৃতি সংঘ ২৫ রানে জয়লাভ করে।
রাজশাহী মেডিকেল হোস্টেল মাঠে সকাল নয়টায় শাপলা ক্রিড়া ইন্টারন্যাশনাল বনাম শিহাব এন্টার প্রাইজ প্রতিদন্দিতা করে। শাপলা ক্রিড়া ইন্টারন্যাশনাল টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। শিহাব এন্টার প্রাইজ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ আলমগীর ৩৪ বলে ৪২ এবং মুহিত ৩৯ বলে ৩৯ রান সংগ্রহ করে। অতিরিক্ত ১১ রান। বিপক্ষ দলের উজ্জল ২০ রানে ২টি এবং মুজাহিদ মিলন আমিনুল ১টি করে উইকেট লাভ করে। জবাবে শাপলা ক্রিড়া ইন্টারন্যাশনাল ১৭.৩ ওভারে ০২ উইকেটে ১৪২ রান সংগ্রহ করে। অতিরিক্ত ০৩ রান। দলের পক্ষে মিলন ৪৫ বলে ৭০ এবং মামুন ২৯ বলে ৩৯ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের আলম ও মুহিত ১টি করে উইকেট লাভ করে।
ফলাফল: শাপলা ক্রিড়া ইন্টারন্যাশনাল ০৮ উইকেটে জয়লাভ করে।
44